শিরোনাম
◈ আওয়ামী লীগ থেকে তো প্রচুর যোগাযোগ হচ্ছেই, আমাকে বলে দলের হাল ধরতে: তাজউদ্দীন আহমদের বড় মেয়ে ◈ এপস্টাইন কী ভাবে ‘শিকার’ ধরতেন? কী করতেন প্রেমিকা? আমেরিকা থেকে স্মৃতিচারণ ভুক্তভোগীর, চ‌লে আস‌লো ট্রাম্পের নাম  ◈ শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত: হিউমান রাইটস ওয়াচ এর প্রতি‌বেদন ◈ নিম্নচাপ ও অমাবস্যার জোড়া প্রভাবে উপকূল প্লাবিত, দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপদসীমার ওপরে ◈ শর্ট বল খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী? : সু‌নিল গাভাস্কার ◈ ভারতের ফুটবল কোচ হতে চান জাভি হার্না‌ন্দেজ, আবেদনে সারা দেয়নি ফেডারেশন ◈ এন‌সি‌পি কী আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়? ◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে?

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে পুকুরের পানিতে ভাসছিল নারীর মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুর থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (২৫ জুলাই) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরআগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পরশুরামপুর গ্রামের ভূঁঞা বাড়ির সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।    

মারা যাওয়া রোকেয় পারভীন সুরমা (৬০) সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের সুরমা মঞ্জিলের নুরুল মতিনের স্ত্রী।  

পুলিশ ও স্থানীয়া জানায়, পারভীন সিজোফ্রেনিয়া মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে ঘরে চিৎকার চেঁচামেচি করেন। মাঝে মধ্যে তিনি এ রকম করে থাকেন। এনিয়ে বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হয়ে যান। একই দিন রাত সাড়ে ৮টার দিকে পথচারীরা তার মরদেহ পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার পরশুরামপুর গ্রামের খোকন ভূঁঞার বাড়ির পুকুরে ভাসতে দেখে। খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা, কাঁদা পানি মাড়িয়ে হাঁটার সময় পুকুরের পানিতে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, বৃদ্ধার ছেলে মনিরুল আহছান জানায় তার মা মানসিক রোগী ছিলেন। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ দেখা যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর হয়। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়