হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চিরনিদ্রায় শায়িত হলেন মাহিয়া নানা বাড়ি মুজিবনগর জয়পুরে। সে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের ইন্জিনিয়ার মোহাম্মদ আলীর মেজো মেয়ে মাহিয়া তাসনিম মায়া। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮ টার সময় মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের নানা বাড়িতে, স্কুল মাঠে জানাজা শেষে বেদনা বিধুর পরিবেশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার হাজার হাজার মানুষ।
এর আগে গত বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় মায়া। পরে রাত ৮ টার দিকে মরদেহ অ্যাম্বুল্যান্সে করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট থেকে উপজেরার জয়পুর গ্রামে আনা হয়। এ সময় শত শত উৎসব মানুষ বাড়ির সামনে ভিড় করে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
নিহত মাহিয়া তাসনিম মায়ার চাচা আসকার জানান, আমাদের মেয়ে মারা যাওয়ায় আমরা বাকরুদ্ধ কথা বলার মতো ভাষা নেই, আপনারা তার জন্য দোয়া করবেন। আমাদের মেয়ে একাই মারা যায়নি একটা বিমানের কারনে অনেক মানুষ মারা গিয়েছে, যা মেনে নেওয়া যায় না।
নিহিত মাহিয়া তাসনিমের নানা নজরুল ইসলাম বলেন, মাহিয়ার বাবা গত ৫ বছর আগে মারা গিয়েছে। এই এতিম মেয়েও চলে গেল না ফেরার দেশে। আজ বড় অসহায় মনে হচ্ছে।
জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সাধারণ মানুষ এবং এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।