শিরোনাম
◈ ২৯ জুলাই বাংলাদেশকে চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ◈ বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে চীনা মেডিকেল টিম ঢাকায় ◈ ৩৭তম বিয়ে করতে এসে ধরা পড়লেন এক প্রতারক, তারপর যা ঘটল ◈ সায় ছিলো না ভারতের, বাতিল হলো দিল্লিতে পলাতক আওয়ামী নেতাদের সংবাদ সম্মেলন! ◈ এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড ◈ দুদককে চ্যালেঞ্জ দিয়ে জয় বললেন: মিথ্যা অভিযোগে ভয় পাই না, আইনিভাবে মোকাবিলা করব ◈ ৩০ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ◈ জাতিসংঘ কার্যালয় স্বার্থ বিবেচনায় স্থাপন, চীনের প্রকল্পে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক: পররাষ্ট্র উপদেষ্টা ◈ বাংলা‌দেশ-পা‌কিস্তান তৃতীয় ম‌্যা‌চের টিকিট বিক্রির টাকা বিমান দূর্ঘটনায় আহতদের দিচ্ছে বিসিবি ◈ বাংলা‌দে‌শের অবিশ্বাস্য ব্যাটিং ধ্বস, হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো পাকিস্তান

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১১:৪৩ রাত
আপডেট : ৩০ জুন, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ তিনজন গ্রেপ্তার 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে প্রাইভেটকার ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার গাড়ীর চালক ইমরান শেখ বাদি হয়ে বোয়ালমারী থানায় অজ্ঞাতনামা তিনজনের নামে মামলাটি দায়ের করেন। আসামিদের বিকেলে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। 

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের শেখর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে চালককে অস্ত্র ঠেকিয়ে সড়কের পাশে ফেলে দিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় তিনযাত্রী। 
 
পুলিশ জানায়, মামলার পরেই তথ্য প্রযুক্তির সহায়তায় গাড়ী ও ছিনতাইকারী লোকেশন জানতে পেরে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানা পুলিশের সহায়তায় কাঁঠালিয়া থানা এলাকা থেকে গাড়ি উদ্ধার করে পুলিশ। এ সময় তিন ছিনতাইকারীকেও গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের শাহিদ মোল্যার ছেলে রাকিবুল হাসান আশিক (২৬), একই ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. সামিউল ইসলাম (২২) ও চতুল রামদেবনগর গ্রামের মো. অহিদুজ্জামানের ছেলে মো. হামিম শেখ (২০)।  

মামলা সূত্রে জানা যায়, ঢাকা উত্তরার কাওলী থেকে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেট্রো-২২-২৩১৮ নম্বরের একটি প্রাইভেটকার ফরিদপুরের বোয়ালমারী বাজারে যাওয়ার কথা বলে ভাড়া করে তিন ব্যক্তি। ওইদিন ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার শেখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে একটি ব্রিজের ওপর পৌঁছালে গাড়ির চালক ইমরানের গলায় ছুরি এবং মাথায় পিস্তল ঠেকিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায় গাড়ীতে থাকা তিন যাত্রী। এ সময় রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে চালক ইমরানকে ফেলে রেখে যায়। আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন চালক ইমরানকে দেখে পুলিশে খবর দিলে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। ইমরান একটু সুস্থ্য হয়ে থানায় গিয়ে অজ্ঞাতনামা তিনজনের নামে মামলা করেন। মামলা নম্বর- ৩৪। আসামীদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় গাড়িটি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় কাঠালিয়া থানা পুলিশের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার ফরিদপুর আদালতে চালান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়