শিরোনাম
◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে? ◈ ঢাকার আকাশে সামরিক বিমান, শহরে ঘাঁটি ও বিমানবন্দর থাকার ঝুঁকি কী? ◈ বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ বিদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা ◈ সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল বেপরোয়া সেই অটোরিকশার চালক মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন ◈ কুড়িগ্রামে নৌকা বানিয়ে ঝোলানোর দায়ে, আওয়ামী লীগ কর্মী গ্রেফতার ◈ মহানবী (সা.)-এর যে ৯টি অভ্যাস সুস্থ জীবন যাপনে অত্যন্ত উপকারী ছিল ◈ চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন করবে এনবিআর

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ০২:৫২ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারি বর্ষণে বন্যা ও ভূমিধসের শঙ্কা

সাগরে লঘুচাপ, দেশে ভারি বৃষ্টির আভাস

উত্তর বঙ্গোপসাগরে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের রংপুর বিভাগ ছাড়া বিভিন্ন অঞ্চলে অনেকাংশে বৃষ্টি পরিমাণ বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় শুধু ফেনী জেলাতেই বৃষ্টি হয়েছে মোট ১৬৭ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবার দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতা আরও বাড়তে পারে। এ প্রবণতা অব্যাহত থাকতে পারে মাসের বাকি দিনগুলোতেও। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, জলাবদ্ধতা ও পাহাড়ধসের আশঙ্কা তৈরি হয়েছে।

এছাড়া দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে অতি ভারি বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।

মুহুরি ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ফেনী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সেই সঙ্গে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদ-নদীর পানি বেড়ে সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অন্য দিকে মৌসুমি বায়ু বা বর্ষা বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যান্য অঞ্চলে মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দেশের দক্ষিণে বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকতে পারে আগামী কিছুদিন।

এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে আগামী ২৭ জুলাই (রোববার) বিকেল ৫টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা বেশি) বর্ষণ হতে পারে।

এ দিকে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ দিকে পাউবো জানিয়েছে, লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৩০ জুলাই পর্যন্ত দেশের উপকূলীয় অঞ্চল, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সংলগ্ন উজান অর্থাৎ, ভারতের ত্রিপুরা, আসাম ও মেঘালয়ে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। ৩০ জুলাই পর্যন্ত ৬ দিনে চট্টগ্রাম বিভাগ ও সংলগ্ন উজানে (ভারতের ত্রিপুরা প্রদেশ) সর্বোচ্চ ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর ফলে আগামী তিন দিন (২৭ জুলাই পর্যন্ত) ফেনী জেলার মুহুরি ও সিলোনিয়া নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে ফেনী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সময়ে চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, রহমতখালী খাল ও নোয়াখালী খাল নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি বা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

আগের দিনের তুলনায় দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ অনেকটাই বেড়েছে আজ। রংপুর বিভাগ ছাড়া দেশের প্রায় সব অঞ্চলেই কম-বেশি বৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে, ১৬৭ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার বা এর বেশি হলে তা অতি ভারি বর্ষণ। সে হিসেবে, আজ অতি ভারি বৃষ্টি হয়েছে আরও অন্তত দুই জেলায়- কুমিল্লায় ১১৪ মিলিমিটার ও ভোলায় ১০১ মিলিমিটার।

আগের দিন দেশের ৫ বিভাগে তাপপ্রবাহ থাকলেও আজ বৃষ্টি বাড়ায় তা বেশিরভাগ অঞ্চল থেকেই বিদায় নিয়েছে। তবে দিনে সে অর্থে বৃষ্টি না থাকায় রংপুর বিভাগে আজও মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) ছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৩৭.২ ডিগ্রি।

এ দিকে আজকের তুলনায় আগামীকালে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়