শিরোনাম
◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া? ◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে!

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ১২:২৫ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতিসংঘ কার্যালয় স্বার্থ বিবেচনায় স্থাপন, চীনের প্রকল্পে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক: পররাষ্ট্র উপদেষ্টা

বাসস: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের স্বার্থেই ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন করা হয়েছে, এবং প্রয়োজনে ছয় মাসের নোটিশে সরকার এ কার্যালয় প্রত্যাহার করতে পারবে।

‘তবে আমি মনে করি, এমন পরিস্থিতি সৃষ্টি হবে না,’ আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে বিশেষজ্ঞদের ভিন্নমত প্রসঙ্গে তিনি বলেন, দুই বছর পর এই চুক্তি পর্যালোচনা করা হবে।

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা আমাদের স্বার্থকে সামনে রেখেই এই পদক্ষেপ নিয়েছি। জাতিসংঘ প্রস্তাব দেওয়ার পর আমরা তৎক্ষণাৎ সাইন করিনি। সময়ে নিয়ে বিশ্লেষণ করে তবেই চুক্তি করেছি। তবে বিশেষজ্ঞদের মতের প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে।’

ব্রহ্মপুত্র নদীর উজানে চীনের জলবিদ্যুৎ প্রকল্প প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বাংলাদেশ এ ধরনের প্রকল্প রোধ করতে পারবে না, তবে সতর্ক থাকবে যেন কোনো বড় ধরনের ক্ষতি না হয়।

তিনি বলেন, ‘আমাদের নদীগুলোর উৎস তো বাংলাদেশে না। তাই আমাদের দেখতে হবে এই প্রকল্পগুলো যেন কোনো ক্ষতিকর প্রভাব না ফেলে, বা খুব সীমিত প্রভাব ফেলে।’

তিনি জানান, ঢাকায় চীনা রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে এ প্রকল্পগুলো পানি প্রত্যাহারের জন্য নয়, বরং ধাপে ধাপে ব্যবহার করা হচ্ছে এবং এতে নতুন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যা পানিপ্রবাহে ব্যাঘাত সৃষ্টি করবে না।

তিনি বলেন, ‘তাই এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ 

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক আলোচনার বিষয়ে তিনি বলেন, আলোচনা এখনো চলমান এবং চূড়ান্ত হয়নি।

উপদেষ্টা বলেন, ‘যারা আলোচনা করছেন, তাদেরই এ বিষয়ে জিজ্ঞেস করা উচিত। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমার মন্তব্য করা ঠিক হবে না।’

বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতে, বাংলাদেশিদের জন্য ভিসা সীমাবদ্ধতা বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের নিজেদের ঘর গোছাতে হবে।’

তিনি বলেন, আবেদনকারীদের উচিত সঠিক তথ্য ও বৈধ কাগজপত্র প্রদান করা। অতীতে এক ব্যক্তির নামে একাধিক পাসপোর্ট থাকার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এখন তা কঠিন হয়ে গেছে।

‘ভুল তথ্য দেওয়া আমাদের একটি বড় সমস্যা। এই প্রবণতা রোধ করতে পারলে অনেক সমস্যাই ধীরে ধীরে সমাধান হয়ে যাবে,’ বলেন তিনি।

ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ভারত থেকে আসা চিকিৎসক দলের উপস্থিতিকে কীভাবে দেখা হচ্ছে- এমন প্রশ্নে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সবসময় পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিকতার ভিত্তিতে ভারতের সঙ্গে কাজ করার সম্পর্ক চেয়েছে।

তৌহিদ বলেন, ‘আমরা বরাবরই চেয়েছি, প্রথম দিন থেকেই বলে আসছি, পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিকতার ভিত্তিতে ভারতের সঙ্গে কাজ করার সম্পর্ক চাই। আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।’

উল্লেখ্য, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে ভারতের বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি টিম বুধবার রাতে ঢাকায় এসেছে।

ভারতের সঙ্গে সম্পর্ক

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি আপনাদের প্রথম দিন থেকে বলেছি যে, আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, গুড ওয়ার্কিং রিলেশন অন দ্য বেসিস অব রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। আমাদের এই অবস্থান অটুট আছে। আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই না–এই কথাতো কেউ বলেনি; আমি বা আমার সরকারের কেউ বলেনি এই কথা।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আহতদের চিকিৎসায় সহায়তা দিতে বুধবার একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে ভারত।

এই দল আসার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের ‘শীতল সম্পর্ক’ স্বাভাবিকতার দিকে যাচ্ছে কি-না, এমন প্রশ্ন করা হয় পররাষ্ট্র উপদেষ্টাকে।

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সম্প্রতি ভারতের আম পাঠানো এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগ ‘ভালোভাবে থাকার’ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ।

চিকিৎসক পাঠানোর প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনা ঘটার পরে যে দেশগুলো আমাদের সহায়তা দিতে চেয়েছে, তাদের মধ্যে ভারতও আছে। আমরা বার্ন ইনস্টিটিউটের কাছ থেকে তথ্য নিয়েছি, তাদের কী প্রয়োজন। তারা যেটা বলেছেন, সে অনুযায়ী আমরা তাদেরকে বলেছি, তারই প্রেক্ষিতে টিমটা এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়