শিরোনাম
◈ উত্তরায় বিমান দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪০, পাঁচ জনের অবস্থা ‘ক্রিটিক্যাল’ ◈ বাংলাদেশের কাছে সিরিজ হা‌রের কার‌ণে ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধে তারকা পেসারদের দলে ফেরালো পাকিস্তান ◈  শেরপুর সীমান্ত পথে ২১ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ! ◈ চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় দগ্ধ  শিক্ষার্থী চুয়াডাঙ্গার মেয়ে মাহিয়া ◈ ‎বর্ষা মৌসুমেও পাট পচাঁনোর মতো নেই পর্যাপ্ত পানি, দুশ্চিন্তায় কৃষকরা ◈ বাংলাদেশ সুযোগ দেয়ায় শেষ ম‌্যা‌চে পাকিস্তান জি‌তে‌ছে, কামরান আকম‌লের বিস্ফোরক মন্তব্য  ◈ প্রাচীন হিন্দু মন্দির নিয়ে বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়ার রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যে ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: হার মানলো অগ্নিদগ্ধ ১৩ বছরের শিক্ষার্থী মাকিন, নিহত বেড়ে ৩৩ ◈ এশিয়া কাপে ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি হ‌বে! ◈ স্বাগ‌তিক ইকুয়েডরকে হা‌রি‌য়ে ‌নারী কোপা আমেরিকার সেমিফাইনা‌লে আর্জেন্টিনা 

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১২:০৩ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে ফেসবুক দেখে চিকিৎসা

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি : চট্টগ্রা‌মের বাঁশখালী‌তে ভুয়া ডাক্তা‌রের দেওয়া চি‌কিৎসায় ঝল‌সে গে‌ছে রোগীর শরীর। ভূয়া চি‌কিৎসা এবং রোগীর ম‌ারাত্নক অসুস্থতার খবর পে‌য়ে রবিবার রাতে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম অভিযান পরিচালনা করে ভুয়া ডাক্তা‌রকে মোবাইল কো‌র্টের মাধ‌্যমে ১লক্ষ টাকা জরিমানা করা হয় এবং রোগীর যাবতীয় চিকিৎসা খরচ বহনের নির্দেশ ক‌রেন।

বাঁশখালীর শেখেরখীল ৬নং ওয়ার্ড এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে রোগী খলিলুর রহমান , পেশায় একজন রিকশা চালক। অপরদিকে আবদুর রহিমের পুত্র ভূয়া ডাক্তার কামরুল ইসলাম নাপোড়া বাজারে চেম্বার করেন।

স্থানীয় ও ভুক্ত‌ভোগী‌দের অ‌ভি‌যোগ ম‌তে বাঁশখালীর পুইছ‌ড়ি এবং শে‌খেরখী‌লের সীমান্তবর্তী নাপোড়া বাজারে ভূয়া ডাক্তার কামরুল ইসলাম ফেইস বু‌কে দে‌খে  ডাক্তা‌রি নিয়ম শি‌খে তা থে‌কে শেখেরখীল এলাকার খলিলুর রহমান নামে এক রোগীকে থেরাপি দি‌লে শরী‌রের বেশ কিছু ঝঁল‌ছে যায় এবং ক্ষত সৃ‌ষ্টি হয়। চিকিৎসার নামে তার শরীরের বড় অংশ অনেকটা জ্বালিয়ে ফেলেন।

রবিবার রাত ১১ টার দিকে খবর পাওয়া মাত্রই ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। পরিচালনা করেন অভিযান। তিনি রোগীর পাশে দাড়ান এবং ভূয়া ডাক্তার কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় কামরুল ইসলাম তার দোষ স্বীকার করেন। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম ভূয়া ডাক্তার‌কে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ওই রোগীর যাবতীয় চিকিৎসা খরচ বহনের নির্দেশ দিয়ে সাজা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়