শিরোনাম
◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার,

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ০৪:০১ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে আঁকা দেয়ালচিত্র (গ্রাফিতি) মুছে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, ১৯ এপ্রিল পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক খালেদ বিন পার্থিবের নেতৃত্বে ১০-১২ জন ছাত্র এই গ্রাফিতি মুছে ফেলে এবং সেখানে নিজেদের দলীয় স্লোগান লেখে। 

সোমবার সকালে কলেজ এলাকায় দেয়াল লিখন মুছে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। জানা গেছে, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে ছাত্র হত্যার প্রতিবাদে এবং আন্দোলনে সমর্থন জানিয়ে ঈশ্বরদী সরকারি কলেজের কিছু শিক্ষার্থী তাদের বিদ্যালয়ের দেয়ালে বিভিন্ন স্লোগান লিখে প্রতিবাদ জানায়। এসব স্লোগানের মধ্যে ছিল, “বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর”, “দমায় রাখতে পারেনি, পারবে না”, “বিদ্যালাভে লোকসান, নাহি অর্থ নাহি মান, হীরক রাজা বুদ্ধিমান”, “রক্তের দাম চাই” সহ আরও কিছু লেখা।

এদিকে, আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে লেখা হয়, জুলাই অভ্যুত্থানের স্মৃতি মুছে ফেলে লেখা হলো বিএনপির ৪ নেতা-
কর্মীর নাম।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী আহসান হাবিব আকাশ, ইকবাল হাসান তামিম ও কে এম মহিবুর রহমান জানান, আমরা আমাদের আন্দোলনের ইতিহাস রক্ষা করতে চাই। এই দেয়াল লিখন ছিল আমাদের সংগ্রামের প্রতীক, যা মুছে ফেলা এক ধরনের ইতিহাসের অপমৃত্যু। এই ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন বলেন, সম্প্রতি ঈশ্বরদী সরকারি কলেজ প্রাঙ্গণের দেয়ালে আঁকা “জুলাই গণঅভ্যুত্থান” সম্পর্কিত গ্রাফিতি নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমাদের উদ্দেশ্য কখনোই ইতিহাস মুছে ফেলা কিংবা কোনো আন্দোলন বা চেতনার অপমান করা ছিল না। 

কলেজ প্রাঙ্গণে আমরা যে চিত্রগুলো সংশোধন করেছি, তার মধ্যে আমরা তিনজন সংগ্রামী মানুষকে সম্মানের জায়গা থেকে উল্লেখ করেছি, যারা ৯০-এর গণআন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন। তিনি আরও বলেন, দুঃখজনকভাবে, এই কাজটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং কিছু মহল জনমত বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা অনুচিত। আমরা বিশ্বাস করি, ছাত্র রাজনীতি এবং আন্দোলনের ইতিহাসকে বিকৃত না করে সম্মান জানিয়ে এগিয়ে যাওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়