শিরোনাম
◈ ২৯ জুলাই বাংলাদেশকে চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ◈ বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে চীনা মেডিকেল টিম ঢাকায় ◈ ৩৭তম বিয়ে করতে এসে ধরা পড়লেন এক প্রতারক, তারপর যা ঘটল ◈ সায় ছিলো না ভারতের, বাতিল হলো দিল্লিতে পলাতক আওয়ামী নেতাদের সংবাদ সম্মেলন! ◈ এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড ◈ দুদককে চ্যালেঞ্জ দিয়ে জয় বললেন: মিথ্যা অভিযোগে ভয় পাই না, আইনিভাবে মোকাবিলা করব ◈ ৩০ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ◈ জাতিসংঘ কার্যালয় স্বার্থ বিবেচনায় স্থাপন, চীনের প্রকল্পে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক: পররাষ্ট্র উপদেষ্টা ◈ বাংলা‌দেশ-পা‌কিস্তান তৃতীয় ম‌্যা‌চের টিকিট বিক্রির টাকা বিমান দূর্ঘটনায় আহতদের দিচ্ছে বিসিবি ◈ বাংলা‌দে‌শের অবিশ্বাস্য ব্যাটিং ধ্বস, হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো পাকিস্তান

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ০১:২৭ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ধর্ষণের পর নারীর মৃত্যু, ইউপি সদস্য পালাতক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে ধর্ষণের পর শেফালী বেগম (৫০) নামের এক গৃহবধুর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে তাহমিনা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে অভিযুক্ত মোমরেজ খালাসী নামে সাবেক এক ইউপি সদস্য ও তার দুই সহযোগী পলাতক রয়েছে। 

সোমবার (২১ এপ্রিল) সকালে মামলার বিষয়টি সদরপুর থানার ওসি মো. নাজমুল হাসান নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের ছলেমানা গ্রামে ঘটনাটি ঘটে। শেফালী বেগম ছলেমানা গ্রামের বাসিন্দা শফি খালাসীর স্ত্রী।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামের মোমরেজ খালাসী ও তার দুই সহযোগী শনিবার দিবাগত রাতে শেফালীর বাড়িতে গিয়ে দোচালা টিনের ঘরে আড্ডা দেয়। কিছুক্ষণ পর মোমরেজ শেফালিকে ডাক দিয়ে নিজের সঙ্গে শেফালির বসতঘরে নিয়ে যায়। এক পর্যায়ে শেফালী অসুস্থ হয়ে পড়লে মোমরেজ তাকে কোলে করে তার চৌচালা টিনের ঘরে রেখে পলিয়ে যায়। গৃহবধূর স্বজনরা তাকে বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিবার ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে তাহমিনা বাদি হয়ে সোমবার সকালে থানায় মামলা দায়ের করেছেন। 

পুলিশ জানায়, শেফালীসহ তার স্বামী শফি খালাসীর তিনজন স্ত্রী রয়েছে। তিনি ছিলেন সবার ছোট। মোমরেজ খালাসীর সঙ্গে তার দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সূত্রে মোমরেজ মাঝেমধ্যে শেফালীর বাড়িতে আসা যাওয়া করতেন। এমনকি রাতেও অবস্থান করতেন। মোমরেজ খালাসী সম্পর্কে ওই গৃহবধূর দেবর এবং আগে থেকেই মোমরেজ খারাপ প্রকৃতির লোক ছিলেন। 

নিহত শেফালীর নাতনি তাজবিন আক্তার (১৩) বলেন,  নানীর অসুস্থতা দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিবার ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় ওই গৃহবধূর মেয়ে বাদি হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত মোমরেজ আগে থেকেই খারাপ প্রকৃতির লোক ছিলেন এবং তারা সম্পর্কে দেবর-ভাবী। আসামীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়