শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে মোবাইল চুরির অপবাদে গণপিটুনিতে যুবক নিহত

জিয়াবুল হক,টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগে গণপিটুনিতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে নজিমুল্লাহকে কয়েকজন মিলে মারধর করেন। এ সময় তার হাতে থাকা একটি ধারালো ছুরি ধস্তাধস্তির মধ্যে তার নিজের বুকের ডান পাশে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর বলেন, নজিমুল্লাহ পূর্বেও চুরির অভিযোগে অভিযুক্ত ছিলেন এবং এলাকায় তার বিরুদ্ধে একাধিকবার বিচার হয়েছে। কিন্তু কোনোভাবেই তাকে এভাবে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা ন্যায়সংগত নয়। আইন হাতে তুলে নেওয়া চলতে পারে না।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈমা সিফাত জানান, নিহত যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার বুকের ডান পাশে গভীর ছুরিকাঘাত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়