শিরোনাম
◈ ‌রিয়াল মা‌দ্রিদ ছে‌ড়ে দি‌চ্ছে আন‌চেল‌ত্তিকে, ব্রাজিলের কোচ হতে আর বাধা নেই ◈ আর্জেন্টনার বিস্ময়বালক, যা‌কে দ‌লে নি‌তে রিয়াল মাদ্রিদসহ অ‌নেক ক্লা‌বের লড়াই চল‌ছে ◈ সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে, অতঃপর.. ◈ মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা ◈ নিষেধাজ্ঞা থেকে মুক্তি পে‌লেন রাবাদা, আই‌পিএ‌লে ফির‌তে পার‌বেন ◈ ৪ মাস পর দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া ◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা নিহত: মূল হোতাসহ তিনজন গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে র‍্যাব-৫ এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন—নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার নান্টু মিয়া (২৮), খোকন মিয়া (২৮) এবং রুমেল (২৫)। এরমধ্যে নান্টু মিয়া হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, আর খোকন মামলার ৩ নম্বর আসামি। তারা নওগাঁ সদরের রামরায়পুরের আড়আরাপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার হন। এর আগে, রুমেলকে শুক্রবার বিকেলে তালাইমারী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
 
র‍্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, ঘটনার পর আসামিরা ভ্যানযোগে নওগাঁর দিকে পালিয়ে যান এবং স্থানীয় এক পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
 
উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করলে আকরাম আলীকে পিটিয়ে হত্যা করে স্থানীয় একদল যুবক। এ সময় আহত হন তার ছেলে ইমাম হাসান অনন্ত। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আকরাম আলীকে মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়