শিরোনাম
◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:৩২ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণধোলাই‌য়ে শিকার হওয়া স্ত্রী হত্যা মামলার আসামীর হাসপাতা‌লে মৃত্যু

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে পিতার বা‌ড়ি‌তে বেড়া‌তে এ‌সে মিনু আক্তার স্বামী ফ‌রিদুল আল‌মের চু‌রিকাঘা‌তে মৃত্যুর এক সপ্তা‌হে না পেরু‌তেই জনতার গন‌পিটু‌নির শিকার হয়ে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মিনু‌ হত্যা মামলার প্রধান আসামি স্বামী ফরিদুল আলমের মৃত্যু হয়েছে। বুধবার (১৬এ‌প্রিল ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।  গন‌পিটু‌নি‌তে নিহত ফরিদুল আলম (৪৫) বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রা‌মের মৃত দুদু মিয়ার পুত্র।

মামলা ও স্থানীয় সু‌ত্রে জানা যায়, ১১ এপ্রিল ভো‌র সকা‌লে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশায় পিতার বা‌ড়ি‌তে বেড়া‌তে আসা স্ত্রী মিনু আক্তারকে ছুরিকাঘাতে পা‌লিয়ে যায় স্বামী ফরিদুল আলম। প‌রে অ‌তি‌রিক্ত রক্ত ক্ষর‌ণে মৃত‌্যুবরণ ক‌রে তিন সন্তা‌নের জননী মিনু আক্তার । এ ঘটনার প‌রে নিহত মিনুর ভাই নাছির উদ্দিন বাদী হয়ে নিহ‌তের স্বামী ফরিদুল আলমকে আসা‌মি ক‌রে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থে‌কে ফরিদুল আলম নি‌খোঁজ  থাক‌লেও ১৫ এ‌প্রিল মঙ্গলবার দুপু‌রে সে নিজ বা‌ড়ি এলাকা খানখানাবাদের ডোংরা আস‌লে জনতা তা‌কে পিটু‌নি দি‌য়ে প‌রে পু‌লি‌শের হা‌তে তু‌লে দেয় তা‌কে । গুরুতর আহত ফ‌রিদুল আলম‌কে পু‌লিশ প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে চ‌মেক হাসপাতা‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য প্রেরন কর‌লে সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় বুধবার (১৬এ‌প্রিল) ভোর সকা‌লে মৃত‌্যুবরণ ক‌রে । চু‌রিকাঘা‌তে নিহত মিনু আক্তার (৩৫)ও গন‌পিটু‌নি‌তে নিহত ফ‌রিদুল আল‌মের সংসা‌রে ২‌ মে‌য়ে ১‌ছে‌লে র‌য়ে‌ছে ।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ ( ওসি) সাইফুল ইসলাম বলেন, মিনু আক্তার হত্যা মামলার আসামি ফরিদুল আলম বুধবার ভো‌রে চ‌মে‌কে চি‌কিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ ক‌রে। লা‌শের পোষ্ট মার্ডাম এবং আইনগত কার্যা‌দি শে‌ষে প‌রিবা‌রের সদস‌্যদের কা‌ছে হস্তান্তর করা হ‌বে ব‌লে তি‌নি জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়