শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৩:৪৪ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ গ্রেপ্তার

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা ডিবি পুলিশ ৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নাজমুল হাসান শরীফকে ব্রাহ্মণপাড়া সদরের একটি বেকারি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানার মামলা নাম্বার ৭, তারিখ ১৯ আগস্ট ২০২৪ এর একটি অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাজমুল হাসান শরীফ ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের বাসিন্দা আব্দুস সালামের ছেলে। সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদে দায়িত্ব পালন করেছেন। গ্রেপ্তারের পর তাকে আগামীকাল আদালতে পেশ করা হবে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

তিনি জানান, নাজমুল হাসান শরীফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তবে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ডিবি পুলিশ এই বিষয়ে আরো তদন্ত শুরু করেছে এবং গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়