শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৩:১৬ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারালো বাংলাদেশি যুবক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ওপারে চোরাচালানের পণ্য আনতে গিয়ে মিয়ানমারের পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে মো. তৈয়ব (৩৫) নামে এক যুবক পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল ) সকাল সাড়ে ৭টায় উপজেলার জারুলিয়া ছড়ি বিওপির ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের ওপারে মায়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

আহত মো. তৈয়ব উপজেলার কম্বোনিয়া এলাকায় ছাবের আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, তৈয়ব দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও মিয়ানমার থেকে গবাদি পশু চোরাচালানের বাহক হিসেবে কাজ করতেন। অন্য দিনের মতো মঙ্গলবার সকালেও চোরাচালানের পণ্য লেনদেন করতে মিয়ানমারের অভ্যন্তরে যান। সেখানে আগে থেকে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণের কবলে পড়লে তার ডান পায়ের গোড়ালিসহ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কারবারে সম্পৃক্ত না হতে সামাজিক ভাবেও নিরুৎসাহিত করা হচ্ছে। তবুও অতিলোভী কিছু মানুষ এই কাজ করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করছেন।উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়