শিরোনাম
◈ টানা ১৯ দিন ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ◈ জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারা এমনিতেই বিলীন হয়ে যায়: গয়েশ্বর  ◈ সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ মুন্সীগঞ্জ লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল! ◈ পাকিস্তান উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে, বলল ভারত ◈ শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তানের সঙ্গে সংঘাত : ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা ◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ১২:০১ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসে গিয়ে কোনো রকমে বেঁচে ফিরেছেন লোকমান, দিশেহারা পরিবার

ভাগ্য ফেরাতে লিবিয়া পাড়ি জমিয়ে ছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার লোকমান। তবে সব হারিয়ে শরীরে অজস্র আঘাতের চিহ্ন নিয়ে কোনো রকমে বেঁচে ফিরে এসেছেন তিনি। দালাল আর অপহরণকারীদের নির্যাতনের চিহ্ন এখন পুরো শরীরে, আর চোখে-মুখে আতঙ্ক। পরিবার নিয়ে আছেন বিপাকে।

জানা যায়, দেশে দিন মজুরের কাজ করে সংসারে স্বচ্ছলতা ফেরাতে না পেরে ২০২৩ সালের আগস্ট মাসে বরগুনার পাথরঘাটা উপজেলার শাহ আলম এবং তার ভগ্নিপতি মান্নানের মাধ্যমে একটি দোকানে কাজ করার চুক্তিতে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন লোকমান হোসেন। তবে লিবিয়া যাওয়ার পর তিনি বুঝতে পারে তাকে অবৈধভাবে নেয়া হয়েছে।

 এরপর সেখানে একটি কোম্পানির মাধ্যমে রাস্তার নির্মানের কাজ শুরু করলেও ঠিক মতো বেতন দেয়া হতো না তাকে। বেতন চাইলেই করা হত শারীরিক নির্যাতন।
 
লিবিয়ায় টিকতে না পেরে সেখানে কাজ করা সিলেটের হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিরু ইসলামের মাধ্যমে ইতালি যাওয়ার জন্য চুক্তি করে লোকমান। এজন্য বাড়ি থেকে তার স্ত্রী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধারদেনা করে শিরুকে ১০ লাখ টাকা দেন।
 
 তবে ইটালি পাঠানোর পরিবর্তে শিরু তাকে লিবিয়ার ত্রিপলীর একটি অপহরণকারী চক্রের হাতে তুলে দেয়। এরপর সেখানে লোকমানের শুরু হয় দুর্বিষহ জীবন। তাকে নির্মম নির্যাতন করে পরিবারের সদস্যদের কাছে তার ভিডিও পাঠানো হয়। আর মুক্তির জন্য অপহরণকারীরা দাবি করে ১৫ লাখ টাকা।
 
তবে ৭ মাস পর দাদন হাওলাদার নামে আরেক বাংলাদেশির মাধ্যমে সেখান থেকে ১২ লাখ টাকায় মুক্তি পায় লোকমান। তবে দাদনও তার সাথে প্রতারণা করে। নির্ধারিত স্থানে লোকমানকে পৌঁছে না দেয়ায় তিনি ধরা পড়েন পুলিশের হাতে।
 
এরপর আরও দুই মাস জেল খেটে আইওএম এবং বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে গত ২৭ মার্চ বাড়িতে ফিরেছেন লোকমান।
 
 লোকমানকে ফিরে পেয়ে মা ও তার স্ত্রী খুশি হলেও এরই মধ্যে তাদের বিক্রি করে দিতে হয়েছে সব সম্বল। এ থেকে বাদ যায়নি নিজেদের থাকার জায়গাটুকুও। অজস্র আঘাতে ক্ষতবিক্ষত লোকমানের প্রয়োজন এখন উন্নত চিকিৎসা।
 
তবে আর্থিক সঙ্গতি না থাকায় ৫ সদস্যের পরিবার নিয়ে অন্ধকার ভবিষ্যত দেখছে পরিবারটি। তাই সমাজের বিত্তবান ও সরকারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ করেন তারা। সেই সঙ্গে যারা অন্যায় করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে তারা।
 
লোকমানের পরিবারের সদস্যরা বলেন, আমাদের এখন আর কোনো উপায় নেই, সব হারিয়েছি। পরিবারে আয় করার মতো কেউ নেই। চিকিৎসা দরকার লোকমানের, মানসিক ভাবেও ভেঙে পড়েছে। এ অবস্থায় আমাদের পাশে সরকার না দাঁড়ালে আমরা পথে বসবো।  উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়