শিরোনাম
◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ১০:০২ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গলায় অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার

জহিরুল ইসলাম শিবলু , লক্ষ্মীপুরে প্রতিনিধি : লক্ষ্মীপুরে পাওনা টাকা পরিশোধ করতে গেলে ফাঁকা বাড়িতে হাত বেঁধে-গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাহিদুল ইসলাম ভূঁইয়া হৃদয় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত হৃদয় উত্তর হামছাদি গ্রামের জাফর আহমেদ পরান ভূঁইয়ার ছেলে। ভুক্তভোগী গৃহবধূ তার প্রতিবেশী।

পুলিশ জানায়, ভুক্তভোগীর স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেয়। ওই টাকা পরিশোধ করতে গৃহবধূ বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু সন্তানকে নিয়ে তার বাড়িতে যায়।

সেখানে হৃদয় কৌশলে তাকে ঘরে ডেকে নেয়। ঘরে ঢুকতেই পেছন থেকে মুখ চেপে ধরে খাটের উপর ফেলে হাত বাঁধে নারীর। একপর্যায়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ চেষ্টা করা হয়। এসময় ধস্তাধস্তি করলে ভুক্তভোগী গৃহবধূর পরনের জামাকাপড় ছিঁড়ে যায়।

এরমধ্যে তার শিশুটি কান্না করে উঠলে পাশের কক্ষে নিয়ে আটকে রাখে হৃদয়। সেই সুযোগে হাতের বাঁধ খুলে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে গৃহবধূ। কিন্তু হৃদয় তাকে উঠানে ধরে মুখে আঘাত করে। পরে শোর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভূক্তভোগীর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়