শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১২:০১ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বিষা শেখ গ্রেপ্তার

গাইবান্ধায় দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের ঘটনায় বিষা শেখ (৭৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ফুলছড়ি উপজেলার হরিচন্ডিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষা শেখ উপজেলার হরিচন্ডপুর গ্রামের মৃত হোসেন মুন্সি ওরফে খছর মিয়ার ছেলে। 

এর আগে, সোমবার দুপুর ২টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। দুপুরে শিশুটিকে কৌশলে ভুট্টা খেতে ডেকে নেন বিষা শেখ। পরে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে শিশুটির পরিবার ও স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিষা শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষা শেখ ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটি বর্তমানে তার মা-বাবাসহ থানা হেফাজতে রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে সদর হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়