শিরোনাম
◈ যে কারণে আটকে গেল চার বিমানবন্দর সম্প্রসারণ কাজ! ◈ যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল আবারও লেবাননে হামলা চালিয়েছে ◈ কুমিল্লার মুরাদনগরে তিনজনকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ ◈ ব্রা‌জি‌লিয়ান পাল‌মেইরাস‌কে বিদায় ক‌রে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ইংল‌্যা‌ন্ডের চেলসি ◈ 'নিজেদের সামলান, নয়তো জনগণ সামলাবে' — কুমিল্লায় হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মাঠেও-বাইরেও, বাবা-ভাই না ফেরার দেশে ◈ জন্মহার বাড়াতে মরিয়া চীন সরকার, সন্তান হলেই দেয়া হ‌বে মোটা অর্থ ◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ◈ এজবাস্টন টে‌স্টে ইংল্যান্ডের লড়াই, শক্ত অবস্থানে ভারত

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: থানায় মামলা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঁদা না দেওয়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় মামলার বিষযটি নিশ্চিত করেছেন সালথা থানা পুলিশ।
 
স্থানীয়রা জানান, উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতন্দী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গোলাম মোস্তফা (৬০) এর উপর রবিবার সকালে  অতর্কিতভাবে ওই গ্রামের রহমান মিয়া ও হুমায়ন মিয়াসহ ১৫/২০ জন লোক হামলা চালায়। এতে গোলাম মোস্তফা গুরুত্বর আহন হন। পরে তাকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। 
 
গোলাম মোস্তফার স্ত্রী মঞ্জু বেগম অভিযোগ করে বলেন,  আমার স্বামীর কাছে চাঁদা দাবি করলে সে চাঁদা দিতে অস্বীকার করায় তার উপর   একই গ্রামের হান্নু মিয়া ও তার ছেলে রহমান মিয়া এবং হুমায়ন মিয়াসহ ১৫/২০ জন লোক হামলা চালায়। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
 
এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আতাউর রহমান বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর উপর হামলার ঘটনায় আজ সোমবার একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
উল্লেখ্য, এই চক্র গত বৃহস্পতিবার  ১৩ মার্চ চাঁদার দাবিতে একই গ্রামের মোহাম্মাদ মোল্লাকে মারপিট করার অভিযোগ ওঠেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়