শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০২:৪৬ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ৪০০পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মো:আদনান হোসেন ধামরাই : ঢাকার ধামরাইয়ে ৪০০পিস ইয়াবাসহ শ্রী ভবেশ চন্দ্র অধিকারী (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাওসার সুলতান। 

ধামরাই পৌরশহরের পাঠান টোলা এলাকা থেকে গতকাল রাতে তাকে আটক করে পুলিশ। আটককৃত শ্রী ভবেশ চন্দ্র অধিকারী নীলফামারী জেলার ডোমরা থানার নয়ালী বাগ ডোকরা এলাকার মোহনী মোহন অদিকারীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারীর সাথে জড়িত বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাতে ধামরাই পৌর শহরের পাঠান টোলা এলাকায় মাদক ইয়াবা বিক্রি করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সেখানে পৌছিয়ে ৪০০পিস ইয়াবাসহ শ্রী ভবেশ চন্দ্র অধিকারীকে আটক করেন ধামরাই ধামরাই থানায় নিয়ে আসি।

এ বিষয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই)মোঃ কাওসার সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই পৌরশহরের পাঠানটোলা এলাকা থেকে মাদক কারবারি শ্রী ভবেশ চন্দ্র অধিকারীকে ৪ শ পিস ইয়াবা(যারমুল্যে ১,২০,০০০/=) আটক করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে জানতে পারি শ্রী ভবেশ চন্দ্র অধিকার দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে রাতেই মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ রোববার সকালে শ্রী ভবেশ চন্দ্র অধিকারীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়