শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৯:১৫ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে সিগন্যালের ত্রুটি থাকায় লাইনচ্যুত বাংলাবান্ধা এক্সপ্রেস

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী রেলওয়ে স্টেশনে শনিবার বেলা ২টার দিকে একটি ট্রেন দুর্ঘটনা ঘটে, এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়। তবে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট এলাকা থেকে স্টেশনের দিকে আসছিল। একই সময়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে ত্রুটি থাকার কারণে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিলে, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মঈন উদ্দীন আজাদ জানিয়েছেন যে, সিগন্যালের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, এই দুর্ঘটনার সময় উভয় ট্রেনেই কোনো যাত্রী ছিল না এবং বর্তমানে উদ্ধার কাজ চলছে।

স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, “বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ধোলাই শেষে স্টেশনের দিকে ঢুকছিল। এই সময়, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে পুশব্যাক করার সময় হয়তো এলএম (লোকোমোটিভ) এর ভুল বোঝাবুঝি বা কোনো কারণে ট্রেনটি অপর দিক থেকে আসা বাংলাবান্ধা এক্সপ্রেসের সাথে সংঘর্ষ ঘটায়। এর ফলে, ধূমকেতু এক্সপ্রেসের দুটি কোচ লাইনচ্যুত হয়।"

তিনি আরও জানান, "এখন পাকশি থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, শুধুমাত্র পদ্মা ট্রেনটি ঢাকার উদ্দেশে যেতে কিছু বিলম্ব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়