শিরোনাম
◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:২১ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে গরু চোর চক্রের ৬ সদস্য আটক

মোঃ আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে তিনটি চোরাই গরুসহ চোরাই কাজে ব্যবহিত একটি পিকঅপ ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। এই ঘটনায় অভিযান চালিয়ে ৬জনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪জানুয়ারী) দুপুরের দিকে জেল হাজতে প্রেরণ করেন পুলিশ। এর আগে সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধল্লা ভিন্না ডাঙ্গি এলাকার নাজিমুদ্দিন এর দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ রতন রেজা, পিতা আব্দুস সাত্তার, এম এ মালেকের ছেলে খোরশেদ আলম, মৃত মনির হোসেনর ছেলে মাসুদুল কবির রনি, শুকুর আলীর ছেলে মোঃ সাত্তার, মোঃ জামাল মিয়ার ছেলে মোঃ জনি, কামাল মিয়ার ছেলে রুবেল মিয়া, তারা সবায় ঢাকা জেলার সাভার পৌর এলাকার বাসিন্দা। 

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, গত পহেলা জানুয়ারী প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় তিনটি গরু গোয়াল ঘরে দিয়ে ঘুমিয়ে যায়। পরেদিন সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার ঘরের তালা ভেঙে ঘরে থেকে তিন গরু চুরি হয়েছে। পরে সোমবার দিন ধামরাই থানায় গিয়ে অজ্ঞাত নামে আসামী করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তিনটি গরুসহ চোরাই কাজে ব্যবহিত একটি পিকআপ ও মোটর সাইকেল উদ্ধার করে। ছয় গরু চোরকে আটক করে থানায় নিয়ে আসি।

এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান,গত পহেলা  জানুয়ারী রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকা থেকে তিনটি গরু চুরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর এলাকায় রাতেই অভিযান চালিয়ে ছয়গরু চোরসহ চোরাই কাজে ব্যবহিত পিকঅপ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।আজ বেলা ১২টার দিকে তাদের জেলহাজ তে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়