শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে খাল ভরাট করে তৈরি করা হয়েছে লবণের মাঠ

জিয়াবুল হক, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়া, হারিয়াখলী ও শাহপরীর দ্বীপের বড় ব্রীজ সড়কের দুই পাশে খাল ভরাট করে লবণের মাঠ তৈরির হিড়িক পড়েছে।

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মধ্যে সংযোগ স্থাপনকারী সেতুর সড়কের দুই পাশে স্থানীয় প্রভাবশালীরা সরকারি খাল দখল করে বাঁধ দিয়ে লবনের মাঠ তৈরি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে দখলদারীরা।

সরকারি খাস খতিয়ানের জায়গা প্রতি বছর ভরাট করে লবণের মাঠ তৈরি করা হলেও বিষয়টি প্রশাসনের নজরে আসছে না। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দেওয়া হলেও কোন ধরনের পদক্ষেপ নেয়নি৷ ফলে আরও দিন দিন বেড়েই চলছে খাল দখল।

স্থানীয় আবদুল মতলব বলেন, টেকনাফ শাহপরীর দ্বীপ সড়ক দিয়ে দীর্ঘ দিন যাতায়াত করতে হত নৌকা দিয়ে। গত কয়েক বছর ধরে সড়কটি পূর্ণ নির্মাণ করলেও প্রভাবশীলদের কারণে খাল ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে। খালের অর্ধেকটা বাধ দিয়ে লবণের মাঠ তৈরি করে যাচ্ছে লোকজন। নাফনদীর সাথে সংযোগ সাবরাং ইউনিয়নের নয়া পাড়া ও শাহপরীর দ্বীপের লবন চাষের জন্য একমাত্র খালটি বেদখল হয়ে যাচ্ছে। পানি চলাচলে একমাত্র খালটি ভরাট করায় তারা বাধা দিলেও কর্ণপাত করছেন না কেউ।

স্থানীয় সাংবাদিক জাকারিয়া আলফাজ জানান, প্রতিবছরই কিছু কিছু অংশ খালের দিকে ভরাট করে লবন মাঠ তৈরি করে যাচ্ছে একটি মহল। ইউএস বাংলা কোম্পানির নাম ব্যবহার করে নুর বশর খাল ভরাট করে লবনের মাঠ করেছে। এই লবনের মাঠ তৈরি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে নুর বশর।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ বলেন, খাল এমনিতে ভরাট হয়ে যাচ্ছে। সুযোগ বুঝে অনেকেই বাঁধ দিয়ে লবন মাঠ বৃদ্ধি করে যাচ্ছে। বিষয়টি তাকে কেউ জানায়নি। জনস্বার্থে সাবরাং ইউনিয়নের নয়া পাড়া ও শাহপরীর দ্বীপ বড় ব্রীজের দুই পাশের খাল রক্ষায় সবাইকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি।

এব্যাপারে টেকনাফ ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, নতুন করে খালে বন্দোবস্তি দেয়া বা নেয়ার সুযোগ নেই। সাবরাং ইউনিয়নের নয়া পাড়া ও শাহপরীর দ্বীপ বড় ব্রীজের দুই পাশে খাল ভরাট হয়ে ক্রমেই সরু হচ্ছে। এটি সংস্কার করা প্রয়োজন। এর মধ্যে বাঁধ দিয়ে লবন মাঠ তৈরি করা হলে পানি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটবে বলে তিনি মনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়