শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০২:৫৯ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা আ.লীগ নেতা সেনাবাহিনীর হাতে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। এদিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে নগরীর মোগলটুলী এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সেনাবাহিনী তাকে থানায় হস্তান্তর করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কবির শিকদারের বাসভবনে অভিযান চালায় সেনাবাহিনী। তিনি মহানগর আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। 

গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৪টি মামলা রয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনী কবির শিকদারকে গ্রেফতারের পর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তিনি সম্প্রতি আওয়ামী লীগকে সংগঠিত করার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। তাছাড়া নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে তার বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়