শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৪ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেন্ট-এ কারে তুলে অপহরণ,প্রাইভেটকার ও দেশী অস্ত্র সহ আটক ৪

মো: আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ভাড়ায় চালিত রেন্ট-এ কারে মিথ্যা রুপ ধারণ করে যাত্রী বহনের অজুহাতে অপহরণ ও মুক্তিপণ দাবী করে অর্থ আদায় করার ঘটনায়,একটি সাদা প্রাইভেটকারে দেশীয় অস্ত্রসহ ০৪ জন অপহরণ কারীকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে তাদের ঢাকা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধাবার (১৫জানুয়ারী) দিনগত রাতে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের চৌঠাইল এলাকায় একটি সাদা প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ ১৪-৭৪০৫) এলাকাবাসি তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই ওসি মনিরুল ইসলাম। 

আটককৃতরা হলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার ইটখোলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মামুন ওরফে রমু, মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ নুরইসলাম, আজিজুল্লাহর ছেলে  মোঃ শাকিল আহম্মেদ পাপ্পু, মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ জয়নাল আবেদীন। 

পুলিশ ও ভুক্তভোগী জানান, গতকাল বিকাল বেলা মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্য আমিন বাজার বাসস্ট্যান্ডে গাড়ীর আপেক্ষায় দাঁড়িয়ে থাকে ভুক্তভোগী সুশান্ত কুমার শীল। এমন সময় সাদা প্রাইভেটকার যাহার নম্বর (ঢাকা মেট্রো-গ-১৪-৭৪০৫) এসে আমাকে ১৫০টাকায় মানিকগঞ্জ নামিয়ে দিবে বলে গাড়ী উঠিয়ে নিয়ে আসে। কিছু দুর আসার পরে ডাকাতরা আমার মুখ হাত বেধেঁ আমার সাথে থাকা ৩০২০/ টাকা ও মোবাইল নিয়ে আমাকে মারধর করে ১লাখ টাকা দাবি করে আমার পরিবারের কাছে ফোন দিতে বলে। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে গাড়ীটি ধামরাই কুল্লা ইউনিয়নের চৌঠাইল এলাকায় পৌছালে আমি ডাকচিৎকার করি।পরে এলাকার লোকজন এসে আমাকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে ।

এই বিষয়ে সুশান্ত কুমার শীল বলেন, অপহরণকারীরা ছদ্মবেশে আমাকে গাড়ী উঠিয়ে মারধ হাত মুখ বেধেঁ কাছে থাকা টাকা নিয়ে যায়। পরে ধামরাই এলাকায় পৌছালে আমি গাড়ীর গেট খুলে ডাকাত বলে চিৎকার করলে আশাপাশের লোকজন তাদের আটক করে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

এই বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম  বলেন, এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়েছে। এসকল আসামীদের বিরুদ্ধে একাধিক থানায় এধরণের মামলা রয়েছে। গতকাল রাতে চৌঠাইল এলাকায় চারজন ডাকাতকে আটক করে থানায় ফোন দেয়। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌছিয়ে একটি প্রাইভেটকার ও  ডাকাতদের আটক করে থানায় নিয়ে। তাদের সাথে থাকা মোবাইল, ৩হাজার ২০টাকা ও কয়েকটি দেশীয় অস্ত্র (চাকু) উদ্ধার করা হয। আজ সকালে ডাকাতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়