শিরোনাম
◈ নির্বাচন কমিশনের অধীনে থাকছে জাতীয় পরিচয়পত্র সেবা: সিইসি ◈ ভারত-পাকিস্তান বাগযুদ্ধ! ◈ দ্রুত বাংলাদেশে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র-ভারত: দিল্লির বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ◈ ৫০ জনের মৃত্যুর শঙ্কা স্পেন যাওয়ার পথে, ৪৪ জনই এশিয়ার ◈ সাইফ আলী খানের ওপর হামলার চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ ৯৯ শতাংশ শেষ থার্ড টার্মিনালের কাজ, নভেম্বরে উদ্বোধন ◈ খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন, তারেক রহমানের দুই বাধা ◈ ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা, যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ◈ সবার সঙ্গে আলোচনা করে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রস্তুত করতে বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, সাভারে দগ্ধ হয়ে নিহত ৪

ইউএনবি: সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষের ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ নিহত চারজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এছাড়াও অপর আরও একটি বাস দুটি গাড়িকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সসহ তিনটিতে গাড়িতেই আগুন ধরে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

তিনি বলেন, "আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।" 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়