শিরোনাম
◈ প্রকাশ্যে হত্যা, বাংলা‌দে‌শে নির্যাতনের ঘটনা বাড়ছে, কী বলছেন বিশেষজ্ঞরা? ◈ বিএনপি থেকে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মনির খান ◈ মালয়েশিয়া হাসপাতালের নার্সকে যৌন হেনস্তা, বাংলাদেশি অভিযুক্ত ◈ স্যার ও ম্যাডাম সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো ◈ অলিম্পিক গেমসের সূ‌চি প্রকাশ, আসর শুরুর দুদিন আগে মাঠে গড়াবে ক্রিকেট ◈ রাজনী‌তি‌তে বিএন‌পি অ‌নেকটা কোনঠাসা, প্রশ্নের মু‌খে তা‌রেক রহমান  ◈ বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনায় আশাবাদী বিশ্ব ব্যাংক: ড. ইউনূসের সঙ্গে বৈঠকে জোহানেস জুট ◈ বিপিএলকে বদলে দিতে তামিম ও মুশফিকের পরামর্শ নিলো বিসিবি  ◈ মিটফোর্ডে সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার ◈ একদিনে ৭৮ প্রাণ, ৮০০’র বেশি নিহত ত্রাণ কেন্দ্রে, ইসরায়েলি হামলা অব্যাহত

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৪, ০১:২৩ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীর মহিপালের ছাত্র-জনতা হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার

এম. এমরান পাটোয়ারী, ফেনী প্রতিনিধি : ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী মহিপালে ছাত্র- জনতার আন্দোলনে ছাত্র- জনতা হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ছাগলনাইয়ার মটুয়া গ্রামের মুহুরী বাড়ির ছেরাজুল হকের ছেলে পেয়ার আহাম্মদ (৬০), ফেনী সদরের উত্তর শিবপুরের আক্তারুজ্জামান মজুমদারের ছেলে মো. ইকবাল হোসেন ওরফে সবুজ মেম্বার (৪২) ও ধর্মপুরের জোয়ারকাছাড়। গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আবদুল কাইয়ুম (৫০)। র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে ফেনীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবদুল কাইয়ুম মহিপালে ছাত্র-জনতা আন্দোলনে ফেনী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলার আসামী হিসেবে দেখানো হয়েছে। আদালতে ওই মামলার এক আসামির জবানবন্দী অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, গ্রেপ্তার পেয়ার আহাম্মদ মহিপালে গুলিতে ছাগলনাইয়া আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলার আসামি। সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুস শুকুর জানান, গ্রেপ্তার মো. ইকবাল হোসেন ওরফে সবুজকে হত্যাচেষ্টা মামলার সন্দেহজনক আসামি হিসেবে দেখানো হয়েছে। গত ২৫ অক্টোবর দাগনভূঞায় মো. নাসির উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়