শিরোনাম
◈ ১০ বছরের মধ্যে আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি না : প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ◈ মার্কিন নির্বাচন: প্রথম ভোটকেন্দ্রের ফলাফল প্রকাশ ◈ মার্কিন নির্বাচনে তিন নারী প্রার্থী, কেউ জয় পাননি! ◈ ইউরোপে অবৈধ অভিবাসীদের বৈধতা ও জিএসপি নীতির সংশোধন চায় বাংলাদেশ ◈ গত ১৫ বছরে মনে রাখার জন্য ভারতকে যা দিয়েছেন শেখ হাসিনা ◈ ১৬ বছরের বিনা ভোটের সরকারকে মানেনি, এই সরকারকেও দীর্ঘদিন মানবে না :মির্জা আব্বাস ◈ চার দফা বৃদ্ধির পর ১২ কেজি এলপিজির দাম কমল ১ টাকা ◈ হুঁশিয়ারি দিয়ে তাবলিগ-ইজতেমা ইস্যুতে আলেম-ওলামার ৯ দফা দাবি ◈ সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা, সচিবদের চিঠি ◈ মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বহাল রেখেই ঢাবির ভর্তি কার্যক্রম শুরু

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ০৮:৩৯ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে উল্টে যাওয়া স্পিডবোটের চালক উদ্ধার, এখনও নিখোঁজ শিশু

জিয়াবুল হক, টেকনাফ ছবি আছে : কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নাফনদীর মোহনায় স্পিডবোট উল্টে নিখোঁজ চালক মোহাম্মদ বেলাল (৩৫) সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে স্মৃতি নূর আলিশা (৮) এক শিশু। উদ্ধার হওয়া মোহাম্মদ বেলাল টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা। নিখোঁজ শিশু স্মৃতি নূর আলিশা সেন্টমার্টিন ইউনিয়নের পূর্ব পাড়া এলাকার মো. সাদ্দাম হোসেনের মেয়ে।

সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে চালক মোহাম্মদ বেলাল শাহপরীরদ্বীপে সাঁতরে উঠে আসেন। এর আগে সাড়ে ১১টার দিকে টেকনাফের নাফনদীর মোহনার গোলারচর পয়েন্টে স্পিডবোটটি উলটে যায়। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও টেকনাফ-সেন্টমার্টিন স্পিডবোট মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৪ অক্টোবর সোমবার সকালে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট শাহপরীর দ্বীপের উদ্দ্যেশে রওনা দেয়। স্পিডবোটটি নাফনদীর মোহনার গোলারচর পয়েন্টে পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। এতে স্পিডবোটে থাকা সকলেই পানিতে ভাসতে থাকে। এক পর্যায়ে স্থানীয় জেলেদের নৌকা ও একটি স্পিডবোট যোগে ভাসমান অবস্থায় ৯ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে দুর্ঘটনা কবলিত স্পিডবোট চালক ও এক শিশু নিখোঁজ ছিল।

তিনি জানান, ঘটনার পর থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালায় স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা। একপর্যায়ে বিকাল ৪টার দিকে শাহপরীরদ্বীপের দক্ষিণ মিস্ত্রী পাড়া দিয়ে স্পিডবোট চালক মোহাম্মদ বেলাল সাঁতরে কূলে উঠে আসতে সক্ষম হন। এখনও নিখোঁজ রয়েছে শিশু স্মৃতি নূর আলিশা।

এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ আসার পথে স্পিডবোট উল্টে দুর্ঘটনার খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছেন। প্রাথমিকভাবে ১ শিশু ও চালক নিখোঁজ রয়েছে। অপর ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে তথ্য রয়েছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলার পর বিস্তারিত জানানো সম্ভব হবে।

নিখোঁজের সন্ধানে স্থানীয় জেলে ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানান ইউএনও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়