শিরোনাম
◈ পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনালে  নিউজিল্যান্ড ◈ এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮ ◈ মিয়ানমার সঙ্কট বিপর্যয়ে যাওয়ার আগেই ব্যবস্থা নেওয়ার দাবি ◈ যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান ◈ ফের পাল্টাপাল্টি বহিষ্কারে ভারত কানাডা : কানাডা-ভারত ফের উত্তেজনা ◈ রায়হান রাফী যা বললেন জয়কে বাদ দেওয়ার বিষয়ে ◈ ফরিদপুরের মল্লিকপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৫, আহত ২৫ ◈ তাসমিন দোজা বিমানের প্রথম নারী পরিচালক ◈ সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান গ্রেফতার ◈ (১৫ অক্টোবর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ও স্বর্ণের দাম

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ক্বাওমি মাদ্রাসার মুহতামীমকে অপসারণের দাবীতে বিক্ষোভ

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ফয়জিয়া হামিয়ুচ্ছুন্নাহ দারুল উলুম ক্বাওমিয়া মাদরাসার মুহতামীম ইব্রাহীমের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় মাদরাসার সকল শিক্ষার্থী, উস্তাদ ও সাধারণ জনগনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল করেন।

মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড এলাকায় তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর মুহতামীম ইব্রাহীমের অপসারণের দাবীতে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ উঠেছে আদমদীঘি সদরে অবস্থিত ফয়জিয়া হামিয়ুচ্ছুন্নাহ দারুল উলুম ক্বাওমিয়া মাদরাসার মুহতামীম ইব্রাহীম মাদ্রাসার ছাদ নির্মাণের জন্য দানকৃত বালু, সিমেন্ট ছাত্রদের দ্বারা নিজে আত্মসাত করেছেন। এছাড়া মাদ্রাসার জন্য দান করা গরু ছাগল নিজের বাসায় নিয়ে যান। অনেক সময় শিক্ষার্থীদেরকে সময় মত গোস্ত না দিয়ে ফ্রিজে রেখে নষ্ট হবার পরে খেতে দেন। মাদ্রাসার ছাত্রদের জন্য দান করা  উন্নত মানের কম্বল নিজের বাসায় রেখে দেন। 

এছাড়া ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের দ্বারা নিজ বাসার কাজ করিয়ে নেওয়া, প্রতি মাসে বাথরুম পরিষ্কার বাবদ ছাত্রদের ধার্যকৃত টাকার হিসাব না দিয়ে আত্মসাৎ করা, বিভিন্ন কারণে শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজসহ নানা অনিয়ম দুর্নীতি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়