শিরোনাম
◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৪:০৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের অধিকার নিজেকেই প্রতিষ্ঠা করতে হবে : প্রফেসর আবদুত তাওয়াব

সনত চক্র বর্ত্তী  (ফরিদপুর) প্রতিবেদক : নিজেদের অধিকার নিজেকেই প্রতিষ্ঠা করতে হবে, সংখ্যালঘু সংখ্যাগুরু এ হীনমন্যতা পরিহার করে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবার সমানাধিকার রয়েছে এই সাম্য প্রতিষ্ঠা করুন। তবে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চেষ্টা করলে আমরা ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করে দুষ্কৃতকারীদের আইনের হাতে তুলে দিবো। আপনার অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সার্বিক সহযোগিতা করবে এ প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি- এমন কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য  প্রফেসর আবদুত তাওয়াব।
 
হিন্দু ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শঙ্কাহীন ও নির্বিঘ্নে উদযাপন করতে বোয়ালমারী পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছে বাংলাদেশ জামায়েতের ইসলামী ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
 
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আয়োজনে বোয়ালমারী নিউ মার্কেট চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল ওহাব, বোয়ালমারী পুজা উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার সাহা, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মো. ইমারত হোসেন চৌধুরী, বোয়ালমারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু,  পুজা উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর রবীন লস্কর, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কৃষ্ণ সাহা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়