শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩৫ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন বাবা

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া : মাদক সেবন করে পারিবারিক শান্তি নষ্ট করায় মাদকাসক্ত ছেলেকে (২২) ভ্রাম্যমাণ আদালতে দিয়েছেন বাবা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার বাড়ি থেকে তাকে আটক করে একমাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত সোহেল উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোহেল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। প্রতিদিনই মাদক সেবন করে পারিবারিক শান্তি নষ্ট করেন। মা-বাবার কাছে নেশার টাকা চেয়ে না পেলে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির জিনিসপত্র নিয়ে বিক্রি করে নেশার টাকা সংগ্রহ করেন। মাদক সেবন করে পরিবারের সদস্যদের গালমন্দ করেন। পরে একপর্যায়ে তার এই অনৈতিক আচরণ ও কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে সন্তানকে তুলে দিয়েছেন বাবা আলমগীর হোসেন। 


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, মাদক সেবনের অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারায় তাকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়