শিরোনাম
◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা ◈ খালেদা জিয়ার জন্য সারাদেশে বিশেষ দোয়া ◈ কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা রয়েছে

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩৫ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন বাবা

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া : মাদক সেবন করে পারিবারিক শান্তি নষ্ট করায় মাদকাসক্ত ছেলেকে (২২) ভ্রাম্যমাণ আদালতে দিয়েছেন বাবা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার বাড়ি থেকে তাকে আটক করে একমাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত সোহেল উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোহেল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। প্রতিদিনই মাদক সেবন করে পারিবারিক শান্তি নষ্ট করেন। মা-বাবার কাছে নেশার টাকা চেয়ে না পেলে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির জিনিসপত্র নিয়ে বিক্রি করে নেশার টাকা সংগ্রহ করেন। মাদক সেবন করে পরিবারের সদস্যদের গালমন্দ করেন। পরে একপর্যায়ে তার এই অনৈতিক আচরণ ও কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে সন্তানকে তুলে দিয়েছেন বাবা আলমগীর হোসেন। 


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, মাদক সেবনের অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারায় তাকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়