শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২৬ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেল থেকে পলাতক ২৫ মামলার আসামি গ্রেফতার

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া : কুষ্টিয়ায় জেলখানা থেকে ২৫ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত মো. সামিরুল মন্ডলকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সিপিস-১। বিষয়টি নিশ্চিত করছে র‍্যাব-১২ কুষ্টিয়ার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।
 
বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ধর্মপাড়া এলাকা হতে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো. সামিরুল মন্ডল কুষ্টিয়া খোকসা উপজেলায় ওসমানপুর এলাকার সামসুদ্দিন মণ্ডলের ছেলে।
 
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল  ১১টার দিকে র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়ান খান সংবাদ সংম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান। 
 
লিখিত বক্তব্যে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান , ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র‍্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে।
 
এরই ধারাবাহিকতায় র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় ৪ সেপ্টেম্বর রাত দেড়টায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ধর্মপাড়া এলাকা হতে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামি মো. সামিরুল মণ্ডলের বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা, ১৮টি মারামারি মামলা, ১টি অস্ত্র মামলা, ১টি বিস্ফোরক আইনে মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলাসহ সর্বমোট ২৫টি মামলা চলমান রয়েছে। গ্রেফতার আসামিকে  মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।
 
তিনি আরও বলেন, জেল পলাতক বাকি কারাবন্দিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়