শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৬:২১ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে মাছ ধরার ট্রলার ডুবি, নিখোঁজ ১

প্রতীকী ছবি

হাবিবুর রহমান, কক্সবাজার: [২] টেকনাফ উপকূলের বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকায় থাকা ৪ জেলে আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও আবদুর রহমান (১৭) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

[৩] নিখোঁজ জেলে শাহপরীর দ্বীপ ৭নং ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের হাফেজ উল্লাহর ছেলে। 

[৪] শুক্রবার (২ আগস্ট) ভোর ৫টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া উপকূলে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

[৫] সাবরাং ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের (ইউপি) সদস্য আবদুল মন্নান জানান, নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ আব্দুর রহমানকে উদ্ধার করতে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা কাজ করছে। 

[৬] ডুবে যাওয়া ট্রলারটির মালিক বকসু মিয়া জানান, প্রতিদিনের মত নৌকা নিয়ে ৫ জন মাঝিমাল্লা সাগরের মাছ শিকারে যায়। মাছ শিকার করে ফেরার সময় শাহপরীরদ্বীপ উপকূলে সাগরের ঢেউয়ের আঘাতে নৌকাটি কাত হয়ে ডুবে যায়। তাৎক্ষণিক নৌকার মাঝিসহ ৪ জন সাঁতরে আরেকটি ট্রলারে উঠে পড়ে। কিন্তু রহমত উল্লাহ নামে এক জেলে উঠতে পারেনি। তিনি নিখোঁজ রয়েছেন। অন্যরা নিরাপদে বাড়ি ফিরেছেন।

[৭] শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক বলেন, সাগরে মাছ ধরার নৌকা ডুবে এক জেলে নিখোঁজ রয়েছে। একই নৌকায় থাকা বাকি ৪ জেলে নিরাপদে শাহ পরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাটে পৌঁছেছেন।

প্রতিনিধি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়