শিরোনাম
◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য ◈ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক ◈ নির্বাচিত সরকার অবশ্যই স্বৈরাচারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে: তারেক রহমান ◈ লন্ডনে প্রকাশ্যে দেখা যাচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাদের! (ভিডিও) ◈ অনুমোদনহীন হজ পালনে বিরত থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ◈ চমচমের পর এবার টাঙ্গাইলের ‘জামুর্কীর সন্দেশ’ পেলো জিআই স্বীকৃতি ◈ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট!

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৪:০২ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

’’কমপ্লিট শাটডাউনে’’ স্থবির রংপুর 

রাকিবুল ইসলাম, রংপুর: [২] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউনে স্থবির হয়ে পড়েছে রংপুর নগরী। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০ টা থেকে রংপুর নগরীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রংপুর জেলা স্কুলের সামনে এসে জড়ো হয় রংপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের কোটাবিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠে রংপুর নগরী।

[৩] আন্দোলনে অংশ নেয়া রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী  মাসুদ রানা জানান, আমরা তো সরকারের বিরুদ্ধে কিছু করিনি। আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিলাম। আমরা ন্যায্য দাবি করেছিলাম। কিন্তু পুলিশ অন্যায়ভাবে গুলি করে আমাদের ভাই আবু সাঈদ কে হত্যা করেছে। আমাদের ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দিবো নাহ। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা দাবি আদায় করে ছাড়বো।

[৪] এদিকে বেলা ১২ টার দিকে জেলা স্কুলের সামনে থেকে রংপুরের বিভিন্ন স্কুল কলেজের আনুমানিক ১০ হাজার শিক্ষার্থী বৈষম্যবিরোধী স্লোগান দিতে দিতে নগরীর মডার্ন মোড়ের দিকে যাত্রা শুরু করে। এসময় শিক্ষার্থীদের হাতে প্লাকার্ড ও লাঠি দেখা যায়। শিক্ষার্থীদের মিছিলের পিছনে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ,বিজিবির গাড়ি দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ১ টা পর্যন্ত নগরীর দোকান-পাট  বন্ধ ও সীমিত সংখ্যক অটোরিকশা চলাচল করলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

[৫] উল্লেখ্য মঙ্গলবার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের শিক্ষার্থী আবু সাইদ মারা যায়। এতে পুরো নগরীতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়