শিরোনাম
◈ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের ৯ অঞ্চলে ◈ কাজে ফিরতে চান শ্রমিকরা, উস্কানিতে তৃতীয় পক্ষ ◈ যেসব মামলা হচ্ছে তদন্তে প্রমাণ পাওয়া না গেলে বাদ যাবে নাম : পুলিশ সদর দপ্তরের নির্দেশনা ◈ বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন ◈ আন্দোলনে নিহত ৮৭৫ জন, গুলিতে মৃত্যু বেশি : এইচআরএসএস ◈ যাত্রাবাড়ীতে ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘাত ◈ কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস-মারধর করল যুবক, উল্লাস জনতার ◈ গ্রেফতার হওয়ার পরে যা বলেছিলেন ফারাজ করিমের বাবা (ভিডিও) ◈ খেলার জগৎ নয়, আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দেয়া হয়েছে: ক্রীড়া উপদেষ্টা ◈ বাংলাদেশিদের জন্য সৌদি আরবে চালু হলো ই-পাসপোর্ট

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৪, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে নিহত ৩

এম.ইউছুপ রেজা: [২] আহত হয়েছেন অন্য আরও ২০ জন। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের অব আশঙ্কাজনক।

[৩] বুধবার বিকালে তাদের আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

[৪] চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুজহাত ইনু বলেন, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। এর মধ্যে ফারুক নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

[৫] নিহত দুজন হলেন- ফারুক ও ওয়াসিম আকরাম। ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। 

[৬] ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বাকি একজনের নাম পরিচয় পাওয়া যায়নি। 

[৭] এদিকে মঙ্গলবার  বেলা দুপুর আড়াইটা থেকে চট্টগ্রামের মুরাদপুর ও ষোলশহর এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

[৮] এর আগে, ষোলশহর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় কোটা আন্দোলনকারীরা পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ষোলশহর এলাকায় করতে পারেনি। পরে কোটা আন্দোলনকারীরা মুরাদপুর এলাকায় অবস্থান নিলে দফায় দফায় বিরোধীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সম্পাদনা: এম খান

প্রতিনিধি/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়