শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৪:৪৫ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

আদনান হোসেন, ধামরাই: [২] ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের পানকাত্তা এলাকায় বংশী নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমানের বিরুদ্ধে। 

[৩] এতে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার রাস্তা-ঘাট, জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রকাশ্যে চক্রটি তাদের অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এসব দেখার মতো কেউ নেই।

[৪] সরেজমিনে গিয়ে দেখা যায়, ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের পানকাত্তা এলাকার বংশী নদী থেকে তিনটি ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে স্থানীয়দের ব্যক্তিগত জমি ভরাট করা হচ্ছে।

[৫] খোঁজ নিয়ে জানা যায়, কুশুরা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান স্থানীয় একটি মসজিদে মাটি ফেলার নাম করে তিনটি ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করছেন। 

[৬] নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, হাবিব মেম্বার তিনটি ড্রেজার বসিয়ে বালি উত্তোলন করছেন এর মধ্যে একটি সরকারিভাবে মসজিদ ভরাট চলছে। এভাবে নদী থেকে বালি উত্তোলিত হলে আমাদের ফসলের ক্ষেত ভেঙ্গে পড়বে।

[৭] হাবিব মেম্বারকে এ বিষয়ে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, মসজিদের জায়গা ভরাটের জন্য ড্রেজার বসিয়েছি। এটা ব্যক্তিগত কাজ না। উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে চালাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, উপজেলা প্রশা সন ড্রেজার বসানোর কোন অনুমতি দেয় না।

[৮] এ বিষয়ে জানতে চাইলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মো. আব্দুল্লা আল মামুন বলেন, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত ব্যবস্থা গ্রহণ করি। এ বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়