শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৯:৪৩ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত, আহত  ২ 

জিয়াবুল হক, টেকনাফ: [২] নিহত  যুবায়ের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আব্দুল হামিদের  ছেলে ।

[৩] আহতরা হলেন- একই এলাকার বাসিন্দা কামালের পুত্র শাহ আলম ও জাদি মুড়া গ্রামের মিস্ত্রীর পুত্র শুক্কুর।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়,  রোববার বিকালে ৩ জন হ্নীলা ইউনিয়নের অন্তর্গত নাফনদীর মধ্যবর্তী স্থানে মিয়ানমার সীমান্তঘেঁষা লালদ্বীপ এলাকায় কাঁকড়া শিকার করতে যায়। এসময় হঠাৎ করে মাইন বিস্ফোরণে জোবায়েরের এক পায়ের পাতা উড়ে যায়। তার  সঙ্গে থাকা শাহ আলম ও শুক্কুর তারাও মাইন বিস্ফোরণে আহত হন।

[৫] আহত শাহ আলম ও শুক্কুর দ্রুত সময়ের মধ্যে গ্রামে ফিরে এসে চিকিৎসা নেন। তবে পায়ের পাতা উড়ে যাওয়া জোবায়ের এলাকায় ফিরতে পারেননি। এরপর খবর পেয়ে জোবায়ের ভাই ঘটনাস্থল ছুটে যান। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে বাড়িতে নিয়ে আসলে কিছুক্ষণ পর  তিনি মারা যান।

[৬] টেকনাফ মডেল থানার ওসি  মুহাম্মদ ওসমান গনি জানান,  তিনজন জেলে নাফনদীতে কাঁকড়া শিকার করতে গিয়ে মাইন বিস্ফোরণে এক জন মারা গেছে। দুই জন আহত হয়েছে। তবে ঘটে যাওয়া ঘটনার মধ্যে আর কোন বিষয় রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

[৭] কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন আহত দুই যুবকে উন্নত চিকিৎসা সেবা প্রদান করার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৮] টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তপন কুমার বিশ্বাস জানান, আইনি প্রক্রিয়া শেষ করে  মরদেহ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান। সম্পাদনা: এল আর বাদল

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়