শিরোনাম
◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ১১:১৮ রাত
আপডেট : ১১ জুন, ২০২৪, ১১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রেণি কক্ষে ক্লাস নিচ্ছেন এসিল্যান্ড, মনোযোগী শিক্ষার্থীরা

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা): [২] দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ক্লাস নিতে দেখা গেছে দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. জিয়াউর রহমানকে। এমন কিছু ছবি এই কর্মকর্তার ব্যবহৃত নিজস্ব ফেসবুকে ওয়ালে পোস্ট দিয়ে নষ্টালজিক ভাব প্রকাশ করেন।

[৩] তিনি এতে লিখেন, ‘নতুন করে পুরনো পেশায়; যা আমি সবচেয়ে বেশি উপভোগ করি। দাউদকান্দি'র ছাত্র-ছাত্রীরা আজ আবারো মুগ্ধ করলো আমায়। সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক তাদের সকলের আগামীর দিনগুলো।’ পরে হ্যাশট্যাগ দিয়ে লিখেন ‘স্মৃতি থাকুক।’

[৪] এ সময় তার সঙ্গে বসে ক্লাসে মনোযোগী হতে দেখা গেছে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন আহম্মেদকে। জানা যায়, মঙ্গলবার (১১ জুন) দুপুরে এই বিদ্যালয়ে ভূমি সংক্রান্ত বিষয়ে তিনি একটি শ্রেণিকক্ষে পাঠদান করেন। 

[৫] এই কর্মকর্তার ক্লাসটি শিক্ষার্থীরাও দারুণ উপভোগ করছেন বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক। 

[৬] এসিল্যান্ডের শ্রেণি কক্ষে ক্লাস নেওয়ায় তার প্রসংশা করে স্থানীয় সাংবাদিক ও উপজেলার দৈনিক মানবজমিন প্রতিনিধি মুক্তার হোসেনও তার নিজস্ব ফেসবুক ওয়ালে ইতিবাচক সমালোচনা করে একটি পোস্ট দেন।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়