শিরোনাম
◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ১১:১৮ রাত
আপডেট : ১১ জুন, ২০২৪, ১১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রেণি কক্ষে ক্লাস নিচ্ছেন এসিল্যান্ড, মনোযোগী শিক্ষার্থীরা

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা): [২] দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ক্লাস নিতে দেখা গেছে দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. জিয়াউর রহমানকে। এমন কিছু ছবি এই কর্মকর্তার ব্যবহৃত নিজস্ব ফেসবুকে ওয়ালে পোস্ট দিয়ে নষ্টালজিক ভাব প্রকাশ করেন।

[৩] তিনি এতে লিখেন, ‘নতুন করে পুরনো পেশায়; যা আমি সবচেয়ে বেশি উপভোগ করি। দাউদকান্দি'র ছাত্র-ছাত্রীরা আজ আবারো মুগ্ধ করলো আমায়। সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক তাদের সকলের আগামীর দিনগুলো।’ পরে হ্যাশট্যাগ দিয়ে লিখেন ‘স্মৃতি থাকুক।’

[৪] এ সময় তার সঙ্গে বসে ক্লাসে মনোযোগী হতে দেখা গেছে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন আহম্মেদকে। জানা যায়, মঙ্গলবার (১১ জুন) দুপুরে এই বিদ্যালয়ে ভূমি সংক্রান্ত বিষয়ে তিনি একটি শ্রেণিকক্ষে পাঠদান করেন। 

[৫] এই কর্মকর্তার ক্লাসটি শিক্ষার্থীরাও দারুণ উপভোগ করছেন বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক। 

[৬] এসিল্যান্ডের শ্রেণি কক্ষে ক্লাস নেওয়ায় তার প্রসংশা করে স্থানীয় সাংবাদিক ও উপজেলার দৈনিক মানবজমিন প্রতিনিধি মুক্তার হোসেনও তার নিজস্ব ফেসবুক ওয়ালে ইতিবাচক সমালোচনা করে একটি পোস্ট দেন।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়