শিরোনাম
◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৪:৪০ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে জমি বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ৮

বাবুল খাঁন, বান্দরবান: [২] জেলার লামা উপজেলায় জমি বিরোধের জেরে সংঘর্ষে মো. ওসমান (৪০) নামে একজন নিহত হয়। এই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। 

[৩] বৃহস্পতিবার লামা সরই ইউপির ১ নম্বর ওয়ার্ড হাছনাপাড়া এলাকার  নেইচ্চার ঝিরি এলাকায় এঘটনা ঘটে।

নিহত ওসমান ওই এলাকার মৃত  আব্দুল খালেকের ছেলে । 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে ওসমানের পরিবারের সাথে কবিরের পরিবারের বিরোধ চলছিল। এনিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে শালিসি প্রক্রিয়াও চলমান রয়েছে। এরই মধ্যে আজ দুপুরে উভয় পরিবারের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়। এছাড়া আহত ব্যাক্তিদের পার্শ্ববর্তী পদুয়া হাসপাতালে নিয়ে গেলে আহত মো. ওসমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

সরই ইউপি চেয়ারম্যান মো.ইদ্রিস কোম্পানি জানান, তাদের ২০ শতক জমি ও ১০-১২টি গাছ নিয়ে বিরোধের বিষয়টি ইউনিয়ন পরিষদে শালিসি প্রক্রিয়াও চলমান ছিল। তবুও উভয় পরিবারের ঝগড়াতে আহতদের হাসপাতালে নেওয়ার পথে মো. ওসমানের মৃত্যু হয়।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামীম শেখ জানান, ঘটনাস্থলে তিনি নিজেই ফোর্স নিয়ে অবস্থান করছেন। এখনো মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়