শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০৪:৩৬ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশি অভিযানে মোটরসাইকেল উদ্ধার, দুই চোর আটক

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বোয়ালমারীতে দুটি চোরাই মোটরসাইকেল ও চোর চক্রের দুই সদস্যকে থানা পুলিশ আটক করেছে। আটককৃতদের মঙ্গলবার (৫.৩.২৪)দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

[৩] থানা সূত্রে জানা যায়, উপজেলার ছোট কামারগ্রামের বাসিন্দা খান জাহিদুর রহমান নামের এক ব্যবসায়ীর গত বছরের ২০ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে একটি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়ে যায়।

[৪] বোয়ালমারী থানায় অজ্ঞাত ভাবে গাড়ি চুরির একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সে লিখিত অভিযোগের পরেই পুলিশ অভিযানে নেমে পরে। সি সি ফুটেজ দেখে চোর সনাক্ত করেন পুলিশের উপপরিদর্শ মামুন ইসলাম। পরে চোর চক্রদের ধরেতে পুলিশ অভিযান পরিচালনা শুরু করা হয়। 

[৫] সোমবার রাতে মোবাইল ট্রাকিং করে উপপরিদর্শ মামুন ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদারীপুর থেকে সিরাজ ওরফে মিরাজ নামের এক চোরকে আটক করা হয়। তার জবান বন্দি নিয়ে গোপালগঞ্জের গোবিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল ও আরেক চোর আজিবুর চৌধুরীকে আটক করেন মামুন ইসলাম।

[৬] পুলিশের উপপরিদর্শক মামুন ইসলাম বলেন, মোটরসাইকেল মালিক জাহিদুর রহমান থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বার ৭।
মামলার সূত্রে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আরেকটি মোটরসাইকেল মালিকের সন্ধান পাওয়া গিয়েছে। তার বাড়ি সম্ভবত কাশিয়ানী থানায়। তথ্য প্রমাণ পেলে মোটরসাইকেল হস্তান্তর করা হবে।

[৭] বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোর চক্রের দুই সদস্যকে আটক করে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামীদের মঙ্গলবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়