শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৯:১৩ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রীর জীবন বাঁচাতে বুলগেরিয়ায় বিমানের জরুরি অবতরণ 

মাজহারুল মিচেল: [২] ৮৪ বছর বয়সী এক যাত্রীর মুমূর্ষু অবস্থা দেখে বুলগেরিয়ায় জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট এ বিলম্ব হয়। ফ্লাইটটি সিলেট থেকে লন্ডন যাচ্ছিল।

[৩] বাংলাদেশে বিমানের সেন্ট্রাল এন্ড অপস কন্ট্রোল মহাব্যবস্থাপক মো: আশরাফুল হক জানায়, যাত্রার মাঝপথে উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয় বৃদ্ধ এক যাত্রীর। জীবনরক্ষায় তাৎক্ষণিক বিমানের পাইলট ফ্লাইটটি শুক্রবার মধ্যরাতে (১ ডিসেম্বর) বুলগেরিয়ায় জরুরি অবতরণ করান। পরবর্তীতে সেই যাত্রীকে চিকিৎসার জন্য বুলগেরিয়ার একটি হাসপাতালে পাঠানো হয়।

[৪] বিমানের ওই ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক। ফ্লাইটের সেকেন্ড ক্যাপ্টেন হিসেবে এনাম এবং ইশতি নামের আরেকজন পাইলট ফার্স্ট অফিসার ছিলেন।

[৫] বিমানের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ফ্লাইটে থাকা ৮৪ বছরের ওই যাত্রীর কাছে ফিট-টু-ফ্লাই মেডিক্যাল সার্টিফিকেট ছিল। এরপরই ক্যাপ্টেন ইশতিয়াক মাইকে ঘোষণা করে জানতে চান ফ্লাইটের মধ্যে কোনো ডাক্তার আছেন কি না। তখন সেই ফ্লাইটে একজন চিকিৎসক পাওয়া যায়। তিনি ওই যাত্রীকে অক্সিজেন ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধ দিয়ে প্রাথমিক চিকিৎসা দিলেও শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসক দ্রুত তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

[৬] পরবর্তীতে বিমানটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়