শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৭:১১ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার শুরু হতে পারে অগ্রিম টিকিট বিক্রি

ঢাকা-কক্সবাজার ট্রেনের সময়সূচি প্রকাশ

আনিস তপন: [২] এরআগে অবশ্য মঙ্গলবার থেকে অগ্রিম টিকিট বিক্রির কথা এর আগে জানিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। কিন্তু সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত না হওয়ায় নির্ধারিত দিন থেকে অগ্রমি টিকিট বিক্রি শুরু করতে পারেনি রলেওয়ে।

[৩] মঙ্গলবার আলাপকালে এ কথা জানান রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাৎ হোসেন।

[৪] এদিকে, এদিন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে রেলওয়ে।

[৫] মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) প্রকাশিত এই ট্রেন চলাচলের সময়সূচিতে জানানো হয়, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ট্রেন চলবে। ট্রেনটির নম্বর ৮১৩/৮১৪। এতে ৭৮০টি সিট থাকবে। ১৬/৩২ লোডের ট্রেনটি ঢাকা থেকে সোমবার ও কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।

[৬] ট্রেনটি ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারে পৌঁছাবে পরের দিন ভোর ৬টা ৪০ মিনিটে। আবার কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কমলাপুর স্টেশনে পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।

[৭] ঢাকা-কক্সবাজার রুটের এই ট্রেনটিতে শোভন চেয়ার (নন-এসি সিট) শ্রেণিতে প্রতি সিটের ভাড়া ৫০০ টাকা ও স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে প্রতি সিটের ভাড়া ৯৬১ টাকা, প্রথম শ্রেণি চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১ হাজার ১৫০ টাকা এবং এসি বার্থের টিকিটের দাম জনপ্রতি ১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

[৮] তবে ননস্টপ ট্রেনের ক্ষেত্রে শোভন চেয়ার ৫০ টাকা, স্নিগ্ধা, প্রথম শ্রেণি, এসি বার্থে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত ভাড়া বাড়বে। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়