শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৫৭ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার রুটে অক্টোবরে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু 

সালেহ্ বিপ্লব: [২] রেল লাইনের বেশিরভাগ নির্মাণ কাজ শেষ হওয়ায় নির্ধারিত সময়ে সাত মাস আগেই চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করা হচ্ছে। প্রকল্প পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান জানান, ট্রায়াল রানের জন্য পটিয়া রেলস্টেশনে একটি ট্রেন  প্রস্তুত রাখা হয়েছে। বাসস

[৩] প্রকৌশলী মফিজুর রহমান বলেন, প্রকল্পের ৮৯ শতাংশের বেশি নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী ৬ মাসের মধ্যে শেষ হবে। ১০০ কিলোমিটার রেলপথের মধ্যে ৯৫ কিলোমিটার স্থাপনের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এ পর্যন্ত ৩৯টি বড় সেতু ও ২৪২টি কালভার্টের নির্মাণ কাজ শেষ হয়েছে। 

[৪] সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর ওপর তিনটি বড় সেতুসহ ৪৩টি ছোট সেতু, ২০১টি কালভার্ট ও ১৪৪টি লেভেল ক্রসিং নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

[৫] নয়টির মধ্যে ছয়টি রেলস্টেশনের নির্মাণকাজ শেষ হয়েছে। বাকিগুলো ডিসেম্বরের মধ্যে শেষ হবে। এই নয়টি স্টেশন হচ্ছে
সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজরা, ঈদগাও, রামু, কক্সবাজার সদর, উখিয়া ও গুনদুম। 

[৬] এই স্টেশনগুলোতে শতভাগ কম্পিউটার-ভিত্তিক ইন্টারলকিং সিগন্যাল সিস্টেম এবং একটি সম্পূর্ণ ডিজিটালাইজড টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক থাকবে।

[৭] কক্সবাজার সদর স্টেশনটি হচ্ছে ঝিনুকের আদলে একটি আইকনিক রেলস্টেশন, যেখানে আন্তর্জাতিক মানের সব সুবিধা পাওয়া যাবে।

[৮] প্রকল্প পরিচালক আরো বলেন, নতুন রেললাইনটি বন্দর নগরী থেকে পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত দ্রুত ও নির্বিঘ্নে ট্রেন চলাচল নিশ্চিত করবে।

[৯] ১৮ হাজার ৩৪ কোটি টাকার প্রকল্প ব্যয়ের মধ্যে ৬ হাজার ৩৪ কোটি টাকা দেশীয় উৎস থেকে মেটানো হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংক ১২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে। দুটি চীনা প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে।

[১০] প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের এপ্রিলে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়