শিরোনাম
◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপোর শেষদিনেও সেবা প্রত্যাশিদের ভিড় 

মনজুর এ আজিজ : ভ্রমণ ও পর্যটন এর সবচাইতে বড় ইভেন্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল এন্ড ট্যুরিজম এক্সপ্রোর ৩য় ও শেষ দিনের কার্যক্রম শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হয়। বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল এক্সপোতে। বিভিন্ন ট্রাভেল এজেন্টের দেয়া নানা অফার তারা কিনছেন। মেলায় ছাড়ের কারণে যারা দেশে বিদেশে ঘুরতে ইচ্ছুক তাদের আগ্রহ ছিল বেশি। এক্সপোর ৩য় দিনে সাইডলাইন ইভেন্ট হিসেবে পর্যটন শিল্পের ওপর চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনার সঞ্চালনা করেন আটাবের সহ-সভাপতি আফসিয়া জান্নাত সালেহ। সেমিনারে চেয়ারপারসন ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. নাভিদ শফিউল্লাহ। আলোচক ছিলেন ফ্লাইট সেফটির রিজিওনাল অফিসার এস এম নাজমুল আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সন্তোষ কুমার দেব, মোহাম্মদ শফিকুল ইসলাম সুজন, মোহাম্মদ সাইফুল হক, আটাবের সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ (মাহবুব), মহাসচিব আবদুস সালাম আরেফ প্রমুখ। 

এবারের আয়োজনে ভারত, মালয়েশিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তুরস্ক, আজারবাইজান, কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টির বেশি দেশ থেকে এয়ারলাইন্স, হসপিটাল, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি এবং অন্যান্য ট্রাভেল ও ট্যুরিজম খাত সংশ্লিষ্ট সেবা দানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন।

এমএএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়