মাসুদ আলম: [২] বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে রাজধানীতে কোন প্রভাব নেই। রোববার সকাল থেকে সড়কের যান চলাচল স্বাভাবিক। কোথাও ফাঁকা আবার কোথাও যানজট দেখা গেছে। আজ সকালে রাজধানীর উত্তরা, খিলক্ষেত, ভাটারা, বাড্ডা, রামপুরা, মালিবাগ, তেজগাও, বিজয়স্বরণীয়, পল্টন, গুলিস্তান, পল্লবী ও বনানী এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের উপস্থিতিও বেড়েছে।
[৩] এদিকে যেকোনো ধরনের নাশকতা এড়াতে সড়কে কঠোর অবস্থানে রয়েছেন পুলিশ। র্যাবের পাশাপাশি সড়কে বিজিবিও মাঠে রয়েছে।
[৪] এছাড়া রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে রয়েছেন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। আবার কোথাও কোথাও শামিয়ানা টাঙানো হয়েছে।
[৫] ভাটারা বাস স্টপিসে কথা হয় নাসির উদ্দিন নামে এক যাত্রীর সাথে। তিনি বলেন, বাসা থেকে বের হওয়ার সময় ভাবছিলাম হয়তো গণপরিবহনের ভোগান্তিতে পড়তে হবে। কিন্তু সড়কে এসে দেখি যান চলাচল স্বাভাবিক। আবার যানজটও দেখা যাচ্ছে। তবে সড়কে অবরোধের কোন প্রভাব নেই।
[৬] পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। মোড়ে মোড়ে পুলিশ রয়েছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
এমএ/এনএইচ