শিরোনাম
◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৩, ১১:৪০ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে অবরোধের প্রভাব নেই, কোথাও যানজট, কোথাও ফাঁকা

মাসুদ আলম: [২] বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে রাজধানীতে কোন প্রভাব নেই। রোববার সকাল থেকে সড়কের যান চলাচল স্বাভাবিক। কোথাও ফাঁকা আবার কোথাও যানজট দেখা গেছে। আজ সকালে রাজধানীর উত্তরা, খিলক্ষেত, ভাটারা, বাড্ডা, রামপুরা, মালিবাগ, তেজগাও, বিজয়স্বরণীয়, পল্টন, গুলিস্তান, পল্লবী  ও বনানী এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের উপস্থিতিও বেড়েছে।

[৩] এদিকে যেকোনো ধরনের নাশকতা এড়াতে সড়কে কঠোর অবস্থানে রয়েছেন পুলিশ। র্যাবের পাশাপাশি সড়কে বিজিবিও মাঠে রয়েছে।

[৪] এছাড়া রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে রয়েছেন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। আবার কোথাও কোথাও শামিয়ানা টাঙানো হয়েছে।

[৫] ভাটারা বাস স্টপিসে কথা হয় নাসির উদ্দিন নামে এক যাত্রীর সাথে। তিনি বলেন, বাসা থেকে বের হওয়ার সময় ভাবছিলাম হয়তো গণপরিবহনের ভোগান্তিতে পড়তে হবে। কিন্তু সড়কে এসে দেখি যান চলাচল স্বাভাবিক। আবার যানজটও দেখা যাচ্ছে। তবে সড়কে অবরোধের কোন প্রভাব নেই।

[৬] পল্লবী  থানার ওসি মাহফুজুর রহমান বলেন, সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। মোড়ে মোড়ে পুলিশ রয়েছে।  যেকোনো ধরনের নাশকতা এড়াতে কঠোর  অবস্থানে রয়েছে পুলিশ।

এমএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়