মুযনিবীন নাইম: [২] এ ঘটনা ঘটেছে সোমবার বিকেল ৩টা ৫৯ মিনিটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
[৩] ঘটনার প্রত্যক্ষদর্শী সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, আমি আপনাদের সঙ্গেই কথা বলছিলাম। আমার ঠিক পেছনেই কয়েক গজ দূরে বিকট শব্দে ককটেলের বিস্ফোরণ হয়।
[৪] তিনি বলেন, আসলে বিচার বিভাগকে কলঙ্কিত করার জন্য কোর্টের আঙিনায় এ ঘটনা ঘটিয়েছে। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা বিচারের আওতায় নিয়ে আসবে।
[৫] অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বলেন, এখানে কেউ থাকলে মারাত্মক আহত হতে পারত। এটা সেই ২০১৩-১৪ সালে যেভাবে কোর্টের ভেতরে হামলা হতো সেই ঘটনার পুনরাবৃত্তি বলে মনে করছি। সম্পাদনা: সমর চক্রবর্তী
এমএন/এসসি/এনএইচ