মোস্তাফিজুর রহমান: রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা চেষ্টা চালায়। পরে দরজা ভেঙে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে রামপুরা থানা পুলিশ।
রোববার (১ অক্টোবর) রাতে ফেসবুকে লাইভে এসে রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ফরিদ (২৬) আত্মহত্যার চেষ্টা করেন।
বিষয়টি ডিবি'র সাইবার ক্রাইম টিমের নজরে আসে। সেখান থেকে এক কর্মকর্তা দ্রুত রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে জানান।
বিষয়টি শুনে তাৎক্ষণিক ভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বনশ্রী সি ব্লকের বাসার নিচতলা থেকে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে।
তার বাবা'র নাম সাইফুল্লাহ। তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা এ মুহূর্তে শঙ্কা মুক্ত বলা যাচ্ছে না বর্তমানে চিকিসাধীন রয়েছেন।
দাম্পত্য কলহ, না অন্য কোন কারনে সে আত্মহত্যা করতে চেয়েছিলেন সে বিষয়ে ওসি বলেন, আমরা বিষয়টি তদন্তের পর বলতে পারবো।