মোস্তাফিজুর রহমান: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে অসুস্থ হয়ে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক (৭০) হতে পারে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঢামেকের বহির্বিভাগে বিভাগে এ ঘটনাটি ঘটে।
ঢামেকে বহির্বিভাগে বিভাগে চিকিৎসা নিতে আসা আরিফা আক্তার বলেন, আমি ও আমার শাশুড়ি খাদিজা কে নিয়ে আমার স্বামী শাওন বহির্বিভাগে আসছিলেন ডাঃ দেখাতে। সে সময় আমার স্বামী আমাদের দুজনের টিকিট কাটার জন্য কাউন্টারে যান। সেখানে বহির্বিভাগে এক বৃদ্ধ লোক চিকিৎসা নিতে এসে বহির্বিভাগের বারান্দায় মাথা ঘুরিয়ে অচেতন হয়ে পড়েন।
পরে তাকে সেখান থেকে অচেতন অবস্থায় আমার স্বামী শাওনসহ অন্যান্যরা ঐ বৃদ্ধ লোকটিকে অচেতন অবস্থায় ঢামেকর জরুরি বিভাগে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দায়িত্বরত অফিস সহায়ক লুৎফর রহমান লাভলু বলেন, ঔ বৃদ্ধ লোকটি বহির্বিভাগের গেটে দিয়ে বারান্দায় হেঁটে আসতে আসতে হঠাৎ মাথা ঘুরিয়ে পরে গিয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমি নিজেই হুইল চেয়ারে উঠিয়ে দেই আরো লোকজনকে সহ জরুরী বিভাগের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এক বৃদ্ধ ঢামেকে চিকিৎসা নিতে আসছিলেন সে সময় সেখানে সে অসুস্থ ও সচেতন হয়ে পড়েন। পরে বহির্বিভাগে আসা রোগীর স্বজন শাওন ও মেডিকেলের স্টাফ সহ তাকে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানায় অবগত করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
এমআর/এনএইচ