সালেহ্ বিপ্লব: স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল রোববার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
মতিঝিলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের নীচতলায় এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘাযু ও সুস্থতা এবং দেশ ও মানুষের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবিদ হাসান বিপ্লব। বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোচনা করেন ওমর ফারুক, আলী আযম, এনামুল হক নকীব, আফজাল হোসেন নকীব, জাফর ইকবাল বিপুল, রেজওয়ানুল ইসলাম, আমিনুল ইসলাম মনির প্রমুখ।