ডেস্ক রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় বাসের চালক ও তার সহকারীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ইউএনবি
সোমবার (২৩ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নুর এ আদেশ দেন। অভিযুক্তরা হলেন- বাসের চালক লিটন ও তার হেলপার আবুল খায়ের।
আগের দিন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল ইমরান রাজন ও মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ডে নিয়ে আদালতে হাজির করেন।
সোমবার সকালে বাড্ডার আনন্দনগর থেকে লিটন ও আবুল খায়েরকে গ্রেফতার করে পুলিশ। বাসটিও জব্দ করেছে পুলিশ।
নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাদিয়া (২৪)। রোববার রাজধানীর যমুনা ফিউচার পার্কের কাছে ভিক্টর পরিবহনের একটি বাস তার বন্ধুর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী নাদিয়ার।
এ ব্যাপারে মামলা হয়েছে।