শিরোনাম
◈ কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন? ◈ জনঅভিযোগে সাড়া দিচ্ছে সরকার: দুর্নীতি ও অনিয়ম নিয়ে ৯০৯টি ই-মেইল, শুরু হয়েছে পর্যালোচনা ও ব্যবস্থা গ্রহণ ◈ শেখ হাসিনার রাজনৈতিক ভুলে সব শেষ, খেসারত দিচ্ছেন সাধারণ কর্মীরা ◈ “নারীকে অপমান ইসলামবিরোধী কাজ”—নারী কমিশন নিয়ে সমালোচনার জবাবে ফরহাদ মজহার ◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত ◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, চলে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে ◈ পাকিস্তান সফ‌রে যাওয়া কি আদৌ নিরাপদ! চিন্তিত বি‌সি‌বি ◈ আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক্ষতি ২০০০ কোটি টাকা

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২২, ০৮:৫৯ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২২, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকবাজারে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীর মৃত্যু

মোস্তাফিজুর রহমান: রাজধানীর চকবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাই, ভাতিজার মারপিটে আলি আকবর (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টায় ১ নং রহমতগঞ্জ নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর পৌনে ২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শ্যালক সাজ্জাদ হোসেন সালেহীন জানান, তার দুলাভাইদের বাড়ির জায়গা ডেভলপার কাছে দেওয়া হয়েছে তা নিয়ে হাজি আকবর আলীর বড় ভাই হাজী ফারুক এর সঙ্গে তর্ক-বিতর্কে জড়ানোর সময় ফারুকের ছেলে নিহতের ভাতিজা জুবায়ের তাকে মারপিট করাতে সে অচেতন হয়ে পরে। পরে তাকে মেডিকেলে নিয়ে আসলে তিনি মৃত্যুবরণ করেন। 

সাজ্জাদ আরো জানান, তার দুলাভাই হার্টের সমস্যা কিছুদিন আগে তাকে রিং পড়ানো হয়েছে অসুস্থ জেনেও তার ভাই-ভাতিজা এভাবে মারপিট করে তাকে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই। চকবাজার থানার ওসি (অপারেশন) মোঃ শরিফুল ইসলাম জানান, পারিবারিক জমি সংক্রান্তে নিহতের ভাই-ভাতিজার সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে জানতে পেরেছি।

এদিকে, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃত আলী আকবর রহমতগঞ্জের স্থায়ী বাসিন্দা মৃত হাজী মাখনের ছেলে‌। দুই মেয়ের জনক ছিলেন তিনি। পেশায় তিনি ডাল ব্যবসায়ী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়