শিরোনাম
◈ কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন? ◈ জনঅভিযোগে সাড়া দিচ্ছে সরকার: দুর্নীতি ও অনিয়ম নিয়ে ৯০৯টি ই-মেইল, শুরু হয়েছে পর্যালোচনা ও ব্যবস্থা গ্রহণ ◈ শেখ হাসিনার রাজনৈতিক ভুলে সব শেষ, খেসারত দিচ্ছেন সাধারণ কর্মীরা ◈ “নারীকে অপমান ইসলামবিরোধী কাজ”—নারী কমিশন নিয়ে সমালোচনার জবাবে ফরহাদ মজহার ◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত ◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, চলে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে ◈ পাকিস্তান সফ‌রে যাওয়া কি আদৌ নিরাপদ! চিন্তিত বি‌সি‌বি ◈ আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক্ষতি ২০০০ কোটি টাকা

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২২, ০১:৩২ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২২, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ুর্বেদিক ওষুধ খাওয়ার পর মাদকাসক্তদের মতো আচরণ!

রাজধানীর নারিন্দায় র‍্যাবের অভিযান

মারুফ হাসান: রাজধানীর নারিন্দায় আযুর্বেদিক ঔষধের আড়ালে মাদকের কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টায় নারিন্দা ফকিরচান কমিউনিটি সেন্টারের পাশের একটি ছয় তলা বাড়িতে অভিযান চালিয়ে এই গোডাউনের সন্ধান পায় র‍্যাব-২ এর একটি দল।

এর আগে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় ৩৫০০ বোতল মদ ও মদ তৈরীর কাজে কাঁচামাল হিসেবে ব্যবহৃত ইয়াবার গুড়া ও  গাঁজা সদৃশ্য বস্তু এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

অভিযান শেষে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পাই যে- কামরাঙ্গীরচরে খোলামোরা জায়গায় একটি দোকানে আয়ুর্বেদিক ওষধের আড়ালে এক প্রকার পানীয় বিক্রি করা হয়। তাদের ছেলেরা এই আয়ুর্বেদিক ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়ছে এবং তা খাওয়ার পর মাদকাসক্তদের মতো আচরণ করে থাকে। পরবর্তীতে  র‌্যাব-২ এর গোয়েন্দা দল গোপনভাবে আয়ুর্বেদিকের দোকান থেকে ঔষধ সংগ্রহ করে এবং তা পরীক্ষাগারে পাঠানো হয়। সেই পানীয়ের মধ্যে গাজা,  ইয়াবা, ডান্ডি তৈরিতে ব্যবহৃত টলুইন নামক নামক ‘ক’ শ্রেণির মাদকের উপস্থিতি পাওয়া যায়। এছাড়াও তীব্র ঘুমের ওষুধ ও যৌন উত্তেজনা বৃদ্ধির বিভিন্ন উপকরণ, এসিড জাতীয় দ্রব্যাদিসহ বিভিন্ন দাহ্য পদার্থের উপস্থিতি পাওয়া যায় যা গ্রহণ করলে কিডনিসহ শরীরের নানা রকম জটিল রোগে আক্রান্ত হওয়ার  সম্ভাবনা রয়েছে। 

র‍্যাবের এই কর্মকর্তা আরো বলেন, র‌্যাব-২ এর এই দল নারিন্দাতে অবস্থিত কারখানায় এবং কামরাঙ্গীরচর, কাটাবন, নাজিরা বাজার, গুলিস্তান, পুরান ঢাকার বিভিন্ন আউটলেটে অভিযান চালিয়ে মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করে। তারা হলেন- মূলহোতা মো. ওয়াজেদ ইসলাম শান্ত (২০), মো. রাসেল (২৯), মো. হৃদয় (২৯), মো. মুরসালিন আহম্মেদ (১৮), মো. সবুজ মিয়া (১৮), মো. নান্টু (৫২)।   

কমান্ডার মঈন বলেন, এরা ফার্মেসির নামে লাইসেন্স নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আয়ুর্বেদিক ঔষধ বিক্রির আড়ালে মাদক ও যৌন উত্তেজক দ্রব্যাদি মিশ্রিত পানীয় প্রস্তু ও বিক্রি করে আসছে। কথিত আয়ুর্বেদিক পানীয়ের প্রতি বোতলের দাম ১৬০ টাকা থেকে ২০০ টাকা। আরো জানা যায় যে, তারা ২-৩ বছর যাবৎ আয়ুর্বেদিক ঔষধের ক্ষতিকর ও নেশা জাতীয় এই পানীয় উৎপাদন ও বিক্রি করছে। তারা রাজধানীর নারিন্দাতে অবস্থিত কারখানায় উক্ত পানীয় উৎপাদন করে কামরাঙ্গীরচর, কাটাবন, নাজিরা বাজার, গুলিস্তানসহ বিভিন্ন জায়গায় আউটলেটের মাধ্যমে ওই পানীয়টি বিক্রি করে থাকে। রাজধানীর বিভিন্ন আউটলেট হতে প্রতিদিন ৩০০-৪০০ বোতল উক্ত মাদক মিশ্রিত পানীয় বিক্রয় হতো বলে জানা যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়